কোম্পানি iPhone 8 এর ব্যাটারি ইস্যুতে কাজ করছে

Updated on 09-Oct-2017
HIGHLIGHTS

Apple iPhone 8 এর ইউজার্সদের নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, চার্জিং এর সময় ফোনটি আলাদা হয়ে যায়, Apple বলছে যে কোম্পানি এই সমস্যার ওপর কাজ করছে

Apple iPhone 8  এর ইউজার্সদের সামনে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে, চার্জিং এর সময় এই ফোনটি দুটি অংশে আলাদা হয়ে যায়। Apple এর iPhone এর সমস্যা এই যে এই ডিভাইসে প্রধান ফ্রেম স্ক্যাটার হওয়ার কারনে এই ফোনটির ব্যাটারি ফুলে যায়। এই সমস্যা সবার প্রথমে তাইওয়ানের iPhone 8 ইউজার্সের সামনে এসেছিল আর কোম্পানি বলেছিল যে কোম্পানি এই সমস্যা সমাধানের জন্য কাজ করছে।

9to5Mac অনুসারে, iPhone 8 এর ব্যাটারির বিষয়ে সবার আগে তাইওয়ানের একজন মহিলা অভিযোগ করেছিল, তিনি বলেছিলেন যে ফোনটি কেবেল দিয়ে চার্জ দেওয়ার সময় তার iPhone দুভাগে আলাদা হয়ে যাচ্ছিল। এর পরে জাপান, চিন, ক্যানাডা আর গ্রিসের iPhone 8 ইউজার্সরাও একই সমস্যার সম্মুখীন হয়। জাপানের একজন টুইটার ইউজার iPhone এর সেই ছবি পোস্ট করেন যাতে ফোন আলাদা হয়েছে তা দেখা গেছে। 

.  

https://twitter.com/Magokoro0511/status/911893917192163328?ref_src=twsrc%5Etfw

iPhone 8 আর iPhone 8 Plus এর ঘোষনা 12 সেপ্টেম্বর করা হয়েছিল আর 22 অক্টোবর থেকে এই ফোন দুটি সারা পৃথিবীর বাজারের জন্য পাওয়া শুরু হয়েছিল। কোম্পানি এখনও অব্দি অনেক মিলিয়ান iPhone 8 শিপ করেছে আর ম্যানুফ্যাকচারিং ইস্যু অনেক সময় পরেঅদ্ভুত ভাবে নেই।

iPhone 8 এর সঙ্গে অনেক রকমের ম্যানুফ্যাকচারিং ইস্যু দেখা গেছে তবে ফোনটি জ্বলে যাওয়ার বা ফেটে যাওয়ার কোন সমস্যা সামনে আসেনি। কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে এই ফোনটি ফেটে যাওয়ার কথা বলছে তবে ছবিতে এই নিয়ে কোন সমস্যা দেখা যায়নি।

Connect On :