Apple হয়তো আগামী বছরেই iPhone SE 4 লঞ্চ করবে। কিন্তু হলে কী হবে এখনই এই ফোন নিয়ে বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছে। উঠে এসেছে খবরের শিরোনামে। Mashable ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে iPhone সিরিজের তুলনায় এই ফোনটির দাম তুলনামূলক ভাবে অনেকটাই কম হবে। একই সঙ্গে এও অনুমান করা হচ্ছে যে এই ফোনটি আসার পর এটির সঙ্গে Google Pixel 7A এর একটি রেষারেষি দেখা যাবে।
একটি অনলাইন রিপোর্টে দাবি করা হয়েছে যে iPhone 15 সিরিজের দাম অনেকটাই বাড়তে চলেছে। আমেরিকায় বেশ অনেকটাই দাম বাড়বে এই ফোনের সিরিজের। আপনি যদি এমন অবস্থায় দাঁড়িয়ে বেশি অর্থ খরচ করতে না চান, আবার এদিকে নতুন iPhone কিনতে চান তাহলে iPhone SE 4 আপনার কাছে একটি ভালো অপশন হতে পারে।
1. সূত্রের রিপোর্ট অনুযায়ী এই ফোনের ডিজাইন অনেকটা iPhone 8- এর মতো হতে পারে। এখানে 6.1 ইঞ্চির একটি BOE OLED ডিসপ্লে থাকবে। ফলে বুঝতেই পারছেন এই ফোনে iPhone SE 3 -এর তুলনায় অনেকটাই বদলে আসবে অন্তত ডিসপ্লেতে, কারণ এখানে এখন 4.7 ইঞ্চির ডিসপ্লে মেলে। একই সঙ্গে ডিসপ্লের সাইজ অনুযায়ী এটি রীতিমত iPhone 13 এবং 14-কে টক্কর দেবে। ফলে এখানে গ্রাহকরা একটি ফাটাফাটি ডিসপ্লে পাবেন সঙ্গে পাতলা বেজেল থাকবে এখানে।
2. এছাড়া ফেস আইডি থাকবে টাচ আইডির বদলে। এমনটাই Mashable -এর রিপোর্টে দাবি করা হয়েছে। A16 বায়োনিক প্রসেসরের সাহায্যে চলবে এটি।
3. 5G সাপোর্ট মিলবে বলেই অনুমান করা হচ্ছে এই ফোনে। কারণ iPhone SE 3 5G সাপোর্ট করে।