Apple iPhone SE 64GB ভেরিয়েন্টের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Apple iPhone SE 64GB ভেরিয়েন্টের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

Apple Iphone SE তে ডুয়াল টোন ফ্ল্যাশ এর সঙ্গে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং করতে পারে, এর সঙ্গে লাইট ফটো আর অ্যাপেল পেও আছে

আপনি যদি অনেক দিন ধরে Apple Iphone SE কেনার কথা ভাবছেন তবে আজ আপনার জন্য একটি ভাল অপশন এসছে। আসলে Apple Iphone SE’র 64GB রোজ গোল্ড ভেরিয়েন্টে অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। এমনি তে Apple Iphone SE 64GB’র দাম Rs. 49,000 কিন্তু আজ এটি 43% ডিস্কাউন্টের সঙ্গে মাত্র Rs. 27,999 তে আপনার হতে পারে।

আমেজান থেকে 27,999 টাকায় কিনুন Apple iPhone SE (Space Grey, 64GB), 32GB)

Apple Iphone SE তে 4- ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটি 64-বিট A9 প্রসেসার যুক্ত। Apple Iphone SE তে ডুয়াল-টোন ফ্ল্যাশ আছে আর এতে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে। এই ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং করা যায়। এর সঙ্গে লাইট ফটো আর অ্যাপেল পেও এই ফোনে আছে।

Apple Iphone SE LED- ব্যাকলিট মাল্টি টাচ ক্যাপাসেটিভ টাচস্ক্রিন যুক্ত। এই ডিসপ্লের রেজিলিউশন 1136 x 640 পিক্সাল। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 326 ppi। এই ফোনে 2GB র‍্যাম আছে। Apple Iphone SE তে 32GB ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে। 

আমেজান থেকে 27,999 টাকায় কিনুন Apple iPhone SE (Space Grey, 64GB), 32GB)

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo