Apple iPhone 6 এর 32GB ভেরিয়েন্টটি ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে

Updated on 18-May-2017
HIGHLIGHTS

এটি 1GB র‍্যাম যুক্ত , এই ফোনে 32GB’র ইন্টারনাল স্টোরেজও আছে

Apple iPhone 6 কেনার আজ খুবই  ভাল সুযোগ এসেছে। আসলে অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন আজ Apple iPhone 6 এর 32GB ভেরিয়েন্টটিতে খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। এর আসল দাম Rs. 30,700, যা আজ এই ডিস্কাউন্ট থেকে RS. 25,999 তে কেনা যেতে পারে। আজ এতে Rs. 4701 বাঁচানো যেতে পারে।

আমেজান থেকে 25,999 টাকায় কিনুন Apple iPhone 6 (Space Grey, 32GB)

একবার Apple iPhone 6 এর স্পেসিফিকেশন কেমন তা দেখে নেওয়া যাক, এতে 4.7 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1334 x 750 পিক্সাল। এতে একটি 64-বিট কোয়াড কোর অ্যাপেল A8 মোবাইল চিপস্টেক আছে। এর সঙ্গে এতে 1GB র‍্যাম আছে, এই ফোনে 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।

যদি Apple iPhone 6 এর দামের বিষয়ে কথা ব্লা যায় তবে এতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 1.2MP ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। অ্যাপেল আইফোন 6 এর ব্যাটারি 1810mAH। Apple iPhone 6 এর সাইজ 138.1 x 67.0 x 6.9 mm। আর এর ওজন 129 গ্রাম। এটি মেটাল বডির সঙ্গে পাওয়া যায়। 

আমেজান থেকে 25,999 টাকায় কিনুন Apple iPhone 6 (Space Grey, 32GB)

Connect On :