APPLE তাদের আইফোনের দাম বাড়াচ্ছে এই ফোনের দাম বাড়ল

Updated on 03-Mar-2020
HIGHLIGHTS

Apple ভারতে তাদের কিছু মডেলের দাম বাড়িয়েছে

iPhone 7 আর iPhone XR য়ে মূল্যবৃদ্ধির কোন ফল নেই কারন এই মডেল দুটি ভারতে হয়

iPhone 11 য়ের দামও একই আছে

অ্যাপেল বাজেট 2020 র সীমা শুল্ক (BCD) তে বৃদ্ধি করেছে আর তাদের এর জন্য এবার কিছু মডেলের দাম বেড়েছে। আর এর মধ্যে অবশ্য  iPhone 7 আর iPhone XRয়ের মূল্য বৃদ্ধি নিয়ে বলা হয়নি কারন ভারতে এই ফোন দুটি তৈরি হয়। আর iPhone 11 য়ের দামওবারেনি মানে এই ফোন গুলি দাম বারেনি।

iPhone 11 প্রো ম্যাক্স 64GB ফোনের দাম  1,11,200 টাকা আপনারা পাবেন আর 256GB GB মডেল 1,25,200 টাকা আর 512 GB র দাম 1,43,200 টাকা হবে। আর এর আগে iPhone 11 প্রো ফোনের দাম 1,09,900 টাকা থেকে শুরু হয়েছিল।

iPhone 11 pro 64GB ভেরিয়েন্টের দাম 1,01,200টাকা এর 256Gb ভেরিয়েন্টের দাম 1,15,200টাকা আর iPhone 11 prO 512GB মডেলের দাম 1,33,200টাকা।  iPhone 11 প্রো ফোনের প্রথমে দাম ছিল 99,900টাকা আর এবার এর দাম  1,300টাকা বৃদ্ধি পেয়েছে।

দাম বেড়েছে iPhone 8 য়েরও এই ফোনের iPhone 8 প্লাসের দাম 64Gb র দাম এবার 50,600 টাকা হয়েছে আর 128GB মডেল্রর দাম 55,600 টাকা হয়েছে। আর এর প্রথমিক দাম আগে ছিল 49,900 টাকা আর এবার তা 700 টাকা বেশি বেড়েছে। আর iPhone 8 য়ের 64GB র দাম 40,500 টাকা আর 128GB র দাম 45,500 টাকা হবে।

আরও মজার ব্যাপার এই যে অ্যাপেল iPhone 11 য়ের দাম হাইক হয়নি। এই ফোনটি ব্বহারতে কোম্পানির একটি জনপ্রিয় মডেল।

Connect On :