Apple য়ের iPhone XS, XS Max আর XR য়ের র‍্যামের বিষয়ে জানা গেছে

Updated on 14-Sep-2018
HIGHLIGHTS

অ্যাপেল লঞ্চের সময়ে তাদের iPhone XS, XS Max আর XR য়ের র‍্যামের বিষয়ে জানায়নি আর এবার গিকবেঞ্চমার্কিং টেস্টে এই ফোনের RAM য়ের বিষয়ে জানা গেছে

গত বুধবার Apple তাদের একটি ইভেন্টে 2018 সালের iPhones লাইনআপ লঞ্চ করেছিল আর কিন্তু এই ইভেন্টে তারা নতুন আইফোনের র‍্যামের বিষয়ে কিছু জানায়নি।

নতুন তিনটি ভেরিয়েন্টের স্পেশালিটি এর নতুন A12 বাওনিক চিপসেট যা 7nm ফ্যাব্রিক প্রসেসার যুক্ত আর এতে হেক্সা কোর CPU,2 পারফর্মেন্স আর 4 এক্সিয়ন্স কোর্স আছে। আর এই চিপসেটে কোয়াড কোর GPU আছে যা ভাল গ্রাফিক পার্ফর্মেন্স অফার করে। আর এই ডিভাইসে মেশিন লার্নিংয়ের জন্য 8 কোর ডেডিকেটেড নিউরাল ইঞ্চজিন দেওয়া হয়েছে আর এটি বেয়ার 9 গুন বেশি ফাস্ট কাজ করবে। অ্যাপেল বলেছে যে নতুন চিপসেট অ্যাপ কে 30% বেশি দ্রুত করবে।

আমরা জানি যে অ্যাপেল A12 Bionic SoC র সঙ্গে র‍্যাম সাইজও আপগ্রেড করা হয়েছে, অনুমান করা হচ্ছিল যে Apple iPhone XS য়ের 3GB র‍্যামের বদকে 4GB র‍্যাম থাকবে। আর এবার এই স্মার্টফোন গুলি গিকবেঞ্চে দেখা গেছে আর মনে করা হচ্ছে যে এই বেঞ্চমার্কে অ্যাপেল্র টিম টেস্টিং টিম চালাচ্ছে।

iPhone 11.2 কোডনেমের সঙ্গে ডিভাইসটি iPhoneXS হতে পারে আর একে দুবার বেঞ্চমার্ক করা হয়েছে। দুবারই এই ডিভাইসে মাল্টি কোর স্কোর 11385 আর 11167 ছিল আর এবার সিঙ্গেল কোর টেস্টে এই ডিভাইসে একবার 4576 আর দ্বিতীয় বার 4763 স্কোর পেয়েছে।

iPhone XS ছাড়া XS Max আর XR কে গিকবেঞ্চে দেখা গেছে আর এই ডিভাইসগুলি সিঙ্গেল কোর আর মাল্টি কোর স্কোর আলাদা। গিকবেচনের লিস্টিংয়ে জানা গেছে যে iPhone XS আর XS Max কে 4GB র‍্যাম দেওয়া হেয়ছে আর সেখানে iPhone XR কে 3GB র‍্যাম দেওয়া হয়েছে।

iPhone XS তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট 64GB,256GB, আর512GB ভেরিয়েন্টে এসেছে আর iPhone XS Max ও একই রকম 64GB,256GB আর 512GB র ভেরিয়েন্ট যুক্ত। আর এবার যদি iPhone XR দেখি তবে এতে 64GB, 128GB আর 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

iPhone XS য়ের বেস ভেরিয়েন্টের দাম 99,900 টাকা আর এর এটি এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম আর iPhone XS Max য়ের বেস ভেরিয়েন্টের দাম 109,900টাকা। ভারতে এই দুটি ফোনের সেল 28 সেপ্টেম্বর শুরু হবে। আর দুটি ফোণের প্রি-অর্ডার 14 আর 21 সেপ্টেম্বর অনলাইন আর অফালাইনে শুরু হবে।

iPhone XR য়ের প্রাথমিক দাম 76,900 টাকা আর এর শিপিং 26 অক্টোবড় শুরু হবে। 19 অক্টোবড় এই ডিভাইসটি প্রি-অর্ডার করা শুরু হবে।    

Connect On :