পরিচিত স্মার্টফোন তৈরির কোম্পানি Apple এর পরবর্তী iPhone এ নতুন আল্ট্রা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে যা এখনকার iPhone এ থাকা টাচ হোম বটনকে রিপ্লেস করবে। ডিজিটাইমের রিপোর্ট অনুসারে Iphone 8 এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ডিসপ্লে তে ইনবেন্ড হবে।
এই ডিভাইসটিতে Apple এর A11 chipset থাকবে। এই ডিভাইসের সম্ভাব্য দাম $1,000। বলা হচ্ছে যে এই বছরের শেষের দিকের মধ্যে কোম্পানি 100 মিলিয়ান ইউনিটের শিপিং সারা পৃথিবীতে শুরু করে দেবে।
এই ডিভাইসের ডিসপ্লে 5.8 ইঞ্চির যা আগে LG G6, Samsung Galaxy S8 আর Galaxy S8+ এ দেখা গেছে। আপানাদের বলে রাখি যে, মনে করা হচ্ছে এই সেপ্টেম্বরে Apple 4.7 আর 5.5 ইঞ্চির স্মার্টফোনটি লঞ্চ করা হবে।
Apple iPhone 8 কে এবছর অক্টোব্র-নভেম্বর নাগাদ লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে। মনে করা হচ্ছে যে Apple iPhone 8 এ True Tone ডিসপ্লেও দেওয়া হয়েছে। এর আগে এটী শুধু iPad Proতে ছিল। \