আগামী বছর বাজারে আসতে চলেছে অ্যাপেলের OLED iPhone 8
একটি রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফোনে থাকবে একটি কার্ভড OLED ডিসপ্লে প্যানেল৷ আইফোন ৮ এর ডিজাইনের বড় পরিবর্তন আসতে চলেছে৷
দাম যতোই বাড়ুক না কেন গোটা বিশ্বে এই একটা গ্যাজেট নিয়ে চাহিদার কোনও অভাব নেই ৷ বরং দিন দিন তা আরও বেড়েই চলেছে ৷ সেটা হল আইফোন ৷ অ্যাপলের এই স্মার্টফোনকে ঘিরে ক্রেতাদের মধ্যে উৎসাহ তুঙ্গে ! আইফোন ৭ বা ৭এস আগেই ব্যবহার করে ফেলেছেন গোটা বিশ্বের মানুষ ৷ এবার সময় হয়েছে আইফোন-৮ -এর৷ সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর বাজারে আসতে চলেছে অ্যাপেলের এই নতুন ফোন ৷
বেশ কয়েকদিন ধরেই আইফোন ৮ নিয়ে গুজব রটেছে বাজারে ৷ একটি রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফোনে থাকবে একটি কার্ভড OLED ডিসপ্লে প্যানেল ৷ আইফোন ৮ এর ডিজাইনের বড় পরিবর্তন আসতে চলেছে ৷
আরও দেখুন : এবার 3G ফোনেও চলবে জিও সিম
এই ফোনটিতে থাকছে নতুন সেনসর টেকনোলজি ৷ এর জেরে ব্যবহারকারী মডেলের যে কোনও দিকে হাত দিলেই তা রেসপন্ড করবে ৷
বেশ কিছু রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে অ্যাপেলের আগামী ফোনের মডেলে ফোল্ডেবেল ডিসপ্লে থাকতে পারে ৷ তবে ২০১৭ মুক্তি পেতে চলেছে যে মডেল তাতে এই ফিচার থাকবে কিনা তা নিয়ে যতেষ্ট সংশয় রয়েছে ৷
অনুমান করা হচ্ছে ২০১৭ সালে তিনটি মডেল বাজারে আনতে চলেছে অ্যাপেল ৷ আসন্ন ফোনের ডিসপ্লেতে টাচআইডি সেন্সর, ফেস টাইম ক্যামেরা, স্পিকার এমবেড করতে পারে অ্যাপল। এর মধ্যে দুটি ফোনে থাকবে LCD ফ্ল্যাট প্যানেল ৷ একটির ডিসপ্লে ৪.৭ ইঞ্চি ও অন্যটির ৫.৫ ইঞ্চি ৷ আরেকটি মডেলে থাকবে কার্ভড ও এডজলেস OLED ডিসপ্লে ৷ উন্নতমানের ক্যামেরা এবং তারবিহীন চার্জিংয়ের ব্যবস্থা থাকবে।
আরও দেখুন : মাত্র ৬,০০০ টাকায় 4G VoLTE Support স্মার্টফোন!
আরও দেখুন : জিও এফেক্ট : এখন এয়ারটেল 3 মাসের জন্য দেবে ফ্রি ডেটা
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile