Apple iPhone 8 এর এই ফিচারটি লিক হল
By
Aparajita Maitra |
Updated on 01-Jun-2017
HIGHLIGHTS
iPhone 7 এর ওজন 138 গ্রাম, আর iPhone 7 Plus এর ওজন 188 গ্রাম হবে
এবার apple এর নতুন স্মার্টফোন iPhone 8 এর বিষয়ে একটি নতুন খবর জানা গেছে। এই ডিভাইসটির বিষয়ে আগেও বেশ কিছু লিক সামনে এসেছিল। iDropnews এর রিপোর্ট অনুসারে এই ডিভাইসটি তাদের অন্যান্য ডিভাইসের তুলনায় আকারে বড় হবে।
এই ডিভাইসেটির সাইজ 143.59×70.94×7.57 mm হবে। তবে iPhone 7 এর সাইজ 138.3×67.1×7.1 mm হবে। এছাড়া iPhone 8 ডিভাইসটি iPhone 7 এর তুলনায় কিছুটা মোটা হবে।
আরও দেখুনঃ Vivo V5 Plus এর সম্পর্কে এই ভিডিওটিতে আরও ডিটেলসে জানুন
এছাড়া এই ডিভাইসটি অন্যান্য iPhone এর তুলনায় বেশি ভারি হবে। iPhone 7 এর ওজন 138 গ্রাম, আর iPhone 7 Plus এর ওজন 188 গ্রাম হবে। iDropnews এর অন্য খবরও তাদের নিজস্ব ওয়েবসাইটে দিয়েছে।
আরও দেখুনঃ Xiaomi Redmi 5 এর লাইভ ইমেজ লিক হল
আরও দেখুনঃ Nokia 3310 (2017): এর ক্যামেরাটি আদতে কেমন!!