Apple , iPhone 7 আর 8 সিরিজের মডেলের দাম কমিয়ে দিয়েছে

Updated on 14-Sep-2018
HIGHLIGHTS

অ্যাপেল নতুন আইফোন লঞ্চ করার পরে পুরনো iPhone 7 আর 8 সিরিজের মডেলের দাম কমিয়ে দিয়েছে

Apple তাদের আগের সিরিজের দু বছর আগের iPhone সিরিজের মডলের দাম কমানোর কথা জানিয়েছে। US তে অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে iPhone7, iPhone 7 Plus, iPhone 8 আর iPhone 8 Plus য়ের নতুন দাম লিস্ট করা হয়েছে।

US তে iPhone 7 সিরিজের দাম এবার $449 থেকে শুরু হচ্ছে। iPhone 7 এবার $449 আর iPhone 7 Plus য়ের দাম $549 লিস্টেড করা হয়েছে। iPhone 8 আর iPhone 8 Plus য়ের দাম যথাক্রমে $599 আর $699।

ভারতে iPhone 7 য়ের 32GB মডেলের দাম 12,470 টাকা কম করা হয়েছে। আর এই ডিভাইসটি এবার 52,240 টাকার বদলে 39,900 টাকায় কেনা যাবে। আর iPhone 7 য়ের 128GB ভেরিয়েন্টের দাম এবার 49,000টাকার হবে যখন আগে এর দাম ছিল 61,560 টাকা।

iPhone 8 64GB মডেলের দাম 59,900 টাকায় কেনা যাবে আর এর 256GB স্টোরেজ ভেরইয়েন্টটি এবার 74,900 টাকায় কেনা যাবে। আর iPhone 8 Plus য়ের 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 69,900 টাকায় কেনা যাবে আর সেখানে এর 256GB ভেরিয়েন্টের দাম 84,900 টাকা হবে। আর এছাড়া অ্যাপেল ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে দুটি আইফোনের মডেল সরিয়ে দেওয়া হয়েছে, যার থেকে এটা বোঝা যায় যে এবার এই ডিভাইস দুটি আর পাওয়া যাবে না। ওয়েবসাইট থেকে iPhone 6s আর iPhone X য়ের নাম সরিয়ে দেওয়া হয়েছে।

iPhone 6S য়ের 32GB ভেরিয়েন্টের দাম 29,900 MRP রাখা হয়েছে আর সেখাএন iPhone 6s Plus য়ের দাম 34,900 টাকা রাখা হয়েছে। iPhone 6s আর 6S Plus য়ের 128GB ভেরিয়নেটের দাম দাম যথাক্রমে 39,900 টাকা আর 44,900 টাকা রাখা হয়েছে।

আর আমরা যদি iPhone X য়ের বিষয়ে কথা বলি তবে এর 64GB ভেরিয়েন্ট মডেলের দাম থেকে 3,490 টাকা কমানো হয়েছে আর তার পরে এই ডিভাইসের দাম 95,390 টাকা থেকে কমে 91,900 টাকা রাখা হয়েছে। iPhone X য়ের 256GB ভেরিয়েন্টের দাম 1,06,900 টাকা করা হয়েছে।

Connect On :