digit zero1 awards

Paytm য়ের ক্যাশব্যাক অফারের পরে এবার Apple iPhone 6 ফোনটি আপনারা 14,577 টাকায় কিনতে পারবেন

Paytm য়ের ক্যাশব্যাক অফারের পরে এবার Apple iPhone 6 ফোনটি আপনারা 14,577 টাকায় কিনতে পারবেন
HIGHLIGHTS

iPhone 6 Paytm আর ICICI য়ের ক্যাশব্যাকের পরে এবার মাত্র 14,577 টাকায় কেনা যাবে

পেটিএম মহাক্যাশব্যাকের কথা আমরা এর আগেই আপনাদের বলেছিলাম আর এই ডিলে বেশ কিছু জিনিসের ওপরে দারুন অফার পাওয়া যাচ্ছে। paytm মলের এই মহাক্যাশব্যাক 9 থেকে শুরু হয়ে 15 তারখি পর্যন্ত চলবে। আর এই ডিলে আপনারা Apple iPhone 6 য়ের ওপরে দারুন ক্যাশব্যাক পাচ্ছেন। আর এই ক্যাশব্যাকের পরে এই ফোনটি আপনারা 14000 টাকায় কিনতে পারবেন। আপনাদের আরও পছন্দ আমাদের জানাতে এখানে ক্লিক করুন।

Apple iPhone 6 ফোনটি পেটিএম মলে 24,246 টাকা দামে লিস্টেড করা হয়েছে আর কোম্পানি 5050 টাকার ক্যাশব্যাক অফার করছে। আর আপনারা যদি MALLFESTIVE8050 প্রোমোকোড ব্যাবহার করেন তবে 5050 টাকার ক্যাশব্যাক আর 3000 টাকার পেটিএম মল ক্যাশব্যাক ইউনিক প্রোমোকোডের মাধ্যমে পাচ্ছেন আর এই আইফোনটি 16,196 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।

আর এছাড়া iPhone 6 ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে কোম্পানি 10% ক্যাশব্যাক অফার করছে। ICICI ব্যাঙ্কের ক্যাশব্যাকের পরে এই ফোনটি 14,577 টাকায় কেনা যাবে। আর এই ক্যাশব্যাকটি iPhone 6 য়ের 32GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

Apple iPhone 6 য়ের স্পেসিফিকেশান যদি আমরা দেখি তবে এই ফোনে 4.7 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 1334X750 পিক্সালের। আর এতে একটি 64 বিট কোয়াড কোর অ্যাপেল A8 মোবাইল চিপসেট আছে। আর এর সঙ্গে এটি 1GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

আর আমরা যদি Apple iPhone 6 য়ের ক্যামেরার দিকটি দেখি তবে দেখা যাবে যে এতে 8 মেগাপিক্সালের ক্যামেরা LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে আর এর সঙ্গে এতে একটি 1.2MP র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই আইফোনটিতে 1810mAH য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 129 গ্রাম ওজনের ফোন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo