এতে একটি 64-বিট কোয়াড কোর অ্যাপেল A8 মোবাইল চিপস্টেক আছে
Apple iPhone 6 এর 32GB স্পেস গ্রে ভেরিয়েন্টের ওপর অনলাইনে ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে। আসলে এই Apple iPhone 6স্পেস গ্রে 32GB ভেরিয়েন্টের দাম Rs. 30700 কিন্তু ফ্লিপকার্টে এই ডিস্কাউন্টে দিচ্ছে। এর ওপর 12%’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। ডিস্কাউন্টের পরে এটি আপনি Rs. 26,999 দিয়ে আপনার হতে পারে।
Apple iPhone 6 এর স্পেসিফিকেশন কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটির ডিসপ্লে 4.7-ইঞ্চির। এই ডিসপ্লের রেজিলিউশন 1334 x 750পিক্সাল। এতে একটি 64-বিট কোয়াড কোর অ্যাপেল A8 মোবাইল চিপস্টেক আছে। এর সঙ্গে এতে 1GB র্যাম আছে। এই ফোনে 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।
Apple iPhone 6 এর ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত। এর সঙ্গে এতে 1.2MP’র ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। অ্যাপেল আইফোন 6 এ 1810mAH এর ব্যাটারি আছে। Apple iPhone 6 এর সাইজ 138.1 x 67.0 x 6.9 mm। এর সঙ্গে এই ফোনের ওজন 129 গ্রাম। এটি মেটালবডি যুক্ত ফোন।