Apple iPhone 6 32GB বিশাল ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি করুন

Updated on 15-Jun-2017
HIGHLIGHTS

এতে একটি 64-বিট কোয়াড কোর অ্যাপেল A8 মোবাইল চিপস্টেক আছে

অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে Apple iPhone 6 এর 32GB ভেরিয়েন্টটি বিশাল ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাচ্ছে। এটি স্পেস গ্রে রঙে সেলের জন্য পাওয়া যাচ্ছে। এমনিতে Apple iPhone 6 32GB স্পেস গ্রে ভেরিয়েন্টটির দাম Rs. 30,700 কিন্তু এই ডিস্কাউন্টের পরে এটি মাত্র Rs. 25,999 তে আপনার হতে পারে। এই ডিস্কাউন্টের ফলে এই ফোনটি কিনে Rs. 4701 বাঁচানো সম্ভব। এটি ক্যাশ অন ডেলিভারি অপশন যুক্ত। এর সঙ্গে এটিতে EMI এর অপশনও পাওয়া যাচ্ছে।

Apple iPhone 6  এর স্পেসিফিকেশন গুলি এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 4.7-ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1334 x 750 পিক্সাল।। এতে 64-বিট কোয়াড-কোর অ্যাপেল A8 মোবাইল চিপস্টেক আছে। এর সঙ্গে এতে 1GB’র র‍্যাম আছে। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB।

Apple iPhone 6  এর ক্যামেরা কেমন তা একাবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 1.2MP ‘র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হেয়ছে। এই আইফোনের ব্যাটারি 1810mAH এর। এর ওজন 129 গ্রাম আর এটি একটি মেটাল বডি যুক্ত ফোন।

Connect On :