ফাদার্স ডে উপলক্ষে এই স্মার্টফোনটি Rs 21,999 তে পাওয়া যাচ্ছে
Apple তাদের স্মার্টফোন iphone 7 ফ্লিপকার্টে বিশাল ডিস্কাউন্টের সঙ্গে দিচ্ছে। ফাদার্স ডে উপলক্ষে এই স্মার্টফোনটির 16GB ভেরিয়েন্টটি Rs 21,999 তে পাওয়া যাচ্ছে।
যদি আমরা Apple iPhone 6 এর স্পেসিফিকেশন দেখি তবে দেখব যে এতে 4.7-ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1334 x 750 পিক্সাল। এটিতে একটি 64-বিট কোয়াড কোর অ্যাপেল A8 এর চিপস্টেক আছে। এর সঙ্গে এই ফোনটিতে 1GB’র র্যাম দেওয়া হয়েছে।
যদি Apple iPhone 6 এর ক্যামেরার দিকে দেখা যায় তবে দেখা যাবে যে এতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে তে 1.2MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অ্যাপেল আইফোন 6 এর ব্যাটারি 1810mAH এর। Apple iPhone 6 এর সাইজ 138.1 x 67.0 x 6.9 mm। আর এর ওজন 129 গ্রাম আর এটি মেটাল বডি যুক্ত স্মার্টফোন।