iPhone 15 Series: Apple এর ধামাকা অফার, ফোনে 60,000 টাকা পর্যন্ত বাম্পার ছাড়
Apple এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং Amazon থেকে বুক করতে পারবেন
iPhone 15 এর অফিসিয়াল ডেলিভারি তারিখ 22 সেপ্টেম্বর রাখা হয়েছে
Apple India এখন 6000 পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে
iPhone 15 series Discount: টেক জয়েন্ট কোম্পানি Apple India এখন iPhone 15 Series এর বুকিং শুরু করে দিয়েছে। গ্রাহকরা এই সিরিজের মডেল Apple এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং Amazon থেকে বুক করতে পারবেন।
Apple এর অফিসিয়াল সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, Apple iPhone 15 Series মডেলে আপনি 60,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। খবর অনুযায়ী, এই বাম্পার অফারটি Apple India এর ওয়েবসাইটের পাশাপাশি দিল্লি এবং মুম্বাইয়ের আউটলেটে পাওয়া যাবে। iPhone 15 এর অফিসিয়াল ডেলিভারি তারিখ 22 সেপ্টেম্বর রাখা হয়েছে।
Apple India এখন 6000 পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। তবে এর জন্য গ্রাহককে HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে তাদের ওয়েবসাইটে কেনাকাটা করতে হবে। iPhone 15 সিরিজ কেনাকাটায় সরাসরি ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন।
আসুন জেনে নেওয়া যাক iPhone 15 সিরিজের স্মার্টফোনে কত ডিসকাউন্ট পাওয়া যাবে।
iPhone 15 এবং iPhone 15 Plus ফোনে ছাড়
আইফোন 15 এর লঞ্চের দাম 79900 টাকা এবং আইফোন 15 এর লঞ্চ প্রাইস 89,900 টাকা রাখা হয়েছে। এই দুটি স্মার্টফোনে Apple এর তরফে ডিসকাউন্ট অফার করা হচ্ছে। এখানে আপনি iPhone 15 ফোনে 3000 টাকা এবং iPhone 15 Plus ফোনে 4000 টাকার ছাড় পাবেন।
আরও পড়ুন: Motorola Edge 40 Neo ফোনের ভারতে কত হবে দাম? লঞ্চের আগেই সামনে এল India Price details
ছাড়ের পাশাপাশি, কোম্পানি এই দুটি ফোনেই 55700 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। আপনি যদি চান, পুরানো ফোনের বদলে নতুন ফোনে ছাড় পেতে পারেন।
iPhone 15 pro এবং iPhone 15 Pro max ফোনে ছাড়
আইফোন 15 প্রো ফোনটি 134900 টাকায় এবং iPhone 15 Pro Max ফোনটি 159900 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই Apple এর তরফে সরাসরি ডিসকাউন্ট অফার করছে। এতে iPhone 15 Pro ফোনে 6000 টাকার ছাড় এবং iPhone 15 Pro Max ফোনে 5000 টাকার ছাড় পাওয়া যাবে।
এক্সচেঞ্জ অফারে, আপনি iPhone 15 Pro এবং iPhone 15 Pro max ফোনে 55700 টাকা ছাড় পাওয়া যাবে, যা পুরানো স্মার্টফোনের অবস্থার উপর নির্ভর করবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile