iPhone 15 সিরিজটি লঞ্চ করতে এখনও বেশ দেরি আছে। তবুও এই ফোন নিয়ে গুজব প্রকাশ্যে আসার অন্ত নেই। Mac Rumours -এর তরফে জানানো হয়েছে যে iPhone 15 এবং iPhone 15 Plus ফোনেও 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে যেমনটা iPhone 15 Pro মডেলে দেখা যাবে।
বর্তমানে iPhone 14 এবং iPhone 14 Plus ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের সেন্সর। আর এই সিরিজের Pro মডেলে আছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর।
হং কংয়ের একজন অ্যানালিস্ট Jeff Pu -এর রিপোর্ট অনুযায়ী, 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে iPhone 15 এবং iPhone 15 Plus -এ। এর সাহায্যে আরও অনেক বেশি লাইট নিয়ে ভাল মানের ছবি তোলা যাবে।
যদিও এই সেন্সর নিয়ে বেশ কিছু সমস্ত দেখা দিচ্ছে সাপ্লাই চেনের ক্ষেত্রে। এটার কারণে iPhone 15 এবং iPhone 15 Plus -এর উৎপাদনে দেরি হতে পারে।
তিনি আরও জানিয়েছেন যে এই সিরিজের Pro মডেলের ফোনগুলোতে কোনও সলিড স্টেট বাটন থাকবে না। ডিজাইনের সমস্যার জন্যই এটি সরিয়ে দেওয়া হবে। যদিও এখানে টাইটেনিয়াম ফ্রেম দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।
এছাড়া এখানে A17 বায়োনিক চিপসেট সহ 8 GB RAM এবং USB টাইপ সি পোর্ট থাকতে পারে। লাইটনিং পোর্ট হয়তো থাকবে না এখানে।
এছাড়া জানা 2023 এর iPhone 15 সিরিজ হয়তো ভারতে তৈরি করা হবে। Trendforce -এর রিপোর্টে বলা হয়েছে iPhone 15 এবং iPhone 15 Plus ফোন দুটি দেশেই উৎপাদিত হবে। এই ফোনটি দেশে অ্যাসেম্বল করবে টাটা গ্রুপ। একটাই তিনি তাঁর বক্তব্যে বলেছেন।
এতদিন ধরে দেশে Foxconn, Luxshare, pegatron দেশের মাটিতে iphone অ্যাসেম্বল করত। এবার সেই তালিকায় চতুর্থ দল হিসেবে স্থান করবে Tata group।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে iPhone 15 সিরিজটি লঞ্চ করতে পারে। এই সিরিজে চারটি ফোন থাকবে, যেমন iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, iPhone 15 Pro Max। Apple -এর A16 বায়োনিক চিপসেট থাকতে পারে এই সিরিজের ফোনে।