iPhone 14 লঞ্চের আগে iPhone 13, iPhone 12 ফোনে বাম্পার ডিসকাউন্ট, জানুন অফার

Updated on 24-Aug-2022
HIGHLIGHTS

শীঘ্রই লঞ্চ হতে চলেছে iPhone 14 series, তার আগেই অ্যামাজন আনল দুর্দান্ত অফার একাধিক আইফোনে

iPhone 13 সহ আইফোন 12 এবং 12 মিনির উপর দেওয়া হয়েছে দারুন ছাড়

যাঁরা আইফোন কিনতে চান, কম দামে এই ফোন কেনার কিন্তু এটাই সুবর্ণ সুযোগ!

iPhone কেনার স্বপ্ন অনেকেই মনে পোষণ করেন, কিন্তু কখনও ইচ্ছে থাকলেও সেটা সাধ্যে কুলোয় না। আইফোনের দামের কারণে অনেকেই এই ফোন চেয়েও কিনতে পারেন না। কিন্তু এখন ভারতের বিখ্যাত ই-কমার্স সাইট (E-commerce) Amazon আনল দারুন সুযোগ। ক্রেতারা পেয়ে যাবেন কম দামে iPhone কেনার সুবর্ণ সুযোগ। অ্যামাজনে iPhone 13, iPhone 12 এবং iPhone 12 মিনির উপর দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়।

এই ফোন এখন কেউ কিনতে চাইলে কম দামে যেমন কিনতে পারবেন, তেমনই রয়েছে নো কস্ট EMI এর সুবিধাও। অর্থাৎ কোনও রকম সুদ না দিয়েও কেবল প্রতিমাসে 2,500 টাকা দিয়েই এই ফোন আপনি বাড়িতে আনতে পারবেন। যদি আপনি এই ফোন কিনতে চান তাহলে দেখে নিন ডিলগুলো।

Apple iPhone 12-64GB

বর্তমানে Amazonএ এই ফোনটির উপর পাওয়া যাচ্ছে 18% ছাড়। অর্থাৎ iPhone 12, 64GB ভ্যারিয়েন্ট যেটার আসল দাম হল 65,900 টাকা, সেটাই এখন গ্রাহকরা কিনতে পারবেন মাত্র 53,999 টাকায়। এই ফোনটির কালো এবং বেগুনি রঙের ভ্যারিয়েন্টটিতে এই ছাড় উপলব্ধ আছে। এছাড়াও কেউ যদি এই ফোন পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করে কিনতে চান তাহলে তিনি পাবেন 12,400 টাকার ছাড়। আর no cost EMI এর সাহায্যে আপনি এই ফোন মাত্র 2,500 টাকার মাসিক কিস্তিতে কিনতে পারবেন।

Apple iPhone12-128GB

এই ফোনটির উপর পাওয়া যাচ্ছে 17% ছাড়। অর্থাৎ iPhone 12 এর 128GB এর আসল দাম হচ্ছে 70,900 টাকা, সেখানে আপনি এখন অ্যামাজন থেকে এই ফোনটি মাত্র 58,999 টাকাতেই পেয়ে যাবেন। একই সঙ্গে পাবেন 12,400 টাকার ছাড় যদি আপনি ফোনটি এক্সচেঞ্জ অফারে কেনেন। আর no cost EMI এ যদি কিনতে চান তাহলে আপনাকে মাসিক কিস্তিতে দিতে হবে 2,819 টাকা। লাল এবং সবুজ মডেলের উপর আছে এই ছাড়।

Apple iphone 12 mini-128GB

যদি আপনি আইফোন 12 মিনি কিনতে চান তাহলে এখন আপনাকে 59,490 টাকা খরচ করতে হবে। যদিও এই ফোনটির আসল দাম হল 64,900 টাকা। তবে অ্যামাজনের অফারে কমেই পাবনে। অর্থাৎ 8% ছাড় আছে। আর এক্সচেঞ্জ অফারে কিনলে পাবেন 12,400 টাকা অফার।

আইফোন 12 এর বিশেষত্ব কী?

এই ফোনের রিয়ার প্যানেলে আছে ডুয়াল ক্যামেরা, যার একটি হল 12 মেগাপিক্সেল, আরেকটি হল 2 মেগাপিক্সেল। এছাড়া এতে সেলফির জন্য আছে একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এই ফোনটি। একবার চার্জ দিলে চলতে পারে 17 ঘণ্টা। 5G SIM সাপোর্ট করবে এই ফোন, সঙ্গে আছে ফেস আই ফিচার। এছাড়া এতে আছে 6.1 ইঞ্চির একটি স্ক্রিন। অন্যদিকে আইফোন 12 মিনিতে ফিচার সব এক হলেও, তার স্ক্রিন হল 5.4 ইঞ্চির।

Connect On :