Apple এর তরফে প্রথম মিনি ফোন হিসেবে iPhone 12 Mini কেই আনা হয়েছিল। যদিও iPhone 12 গ্রাহকদের মধ্যে সেই উন্মাদনা তৈরি করতে পারেনি। তবে এই iPhone 12 Mini- তে গ্রাহকরা 5.4 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR ডিসপ্লে পাবেন। সঙ্গে এখানে A14 বায়োনিক চিপসেট মিলবে। অন্যদিকে এখানে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা, যেখানে 12 মেগাপিক্সেলের দুটো সেন্সর মিলবে। এই ফোনটি প্রথম যখন লঞ্চ করে তখন এটির দাম রাখা হয়েছিল 69,900 টাকা। এটি Flipkart এ 59,900 টাকা কেনা যাচ্ছে। তবে বর্তমানে এখন ব্যাপক কম দামে কেনা যাচ্ছে এই ফোন। 31,601 টাকা ছাড় মিলছে iPhone 12 Mini -তে। iPhone 12 Mini তাই বর্তমানে 28,299 টাকায় কেনা যাচ্ছে। কীভাবে দেখুন।
1. Flipkart -এ এখন iPhone 12 Mini এর উপর 16% ছাড় মিলছে, অর্থাৎ 59,900 টাকার বদলে এখন এটি 49,999 টাকায় কেনা যাবে।
2. সঙ্গে গ্রাহকরা যদি SBI -এর ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI লেনদেন করেন তাহলে তিনি আরও 1,000 টাকা ছাড় পাবেন। কারণ 5,000 টাকার বেশি কেনাকাটা EMI লেনদেনের মাধ্যমে করলে 1,000 টাকা ছাড় মিলবে। ফলে এই ফোনের দাম কমে তখন হবে 48,999 টাকা।
3. এর সঙ্গে যুক্ত হবে এক্সচেঞ্জ অফার। গ্রাহকরা যদি তাঁদের পুরনো ফোনের বদলে এই নতুন ফোন কেনেন তাহলে তিনি 20,700 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এটার জন্য আপনার পুরনো ফোনের অবস্থা ভালো হতে হবে। তখন এই ফোন মাত্র 28,299 টাকায় কেনা যাবে Flipkart Sale থেকে।
2020 সালে লঞ্চ করেছিল iPhone 12 সিরিজ। এই সিরিজে iPhone 12, iPhone 12 Pro, iPhone 12 Pro Max- এর সঙ্গে iPhone 12 Mini লঞ্চ করেছিল। এটাই প্রথম মিনি ফোন যেখানে ছোট ডিসপ্লের সঙ্গে একই ফিচার মিলবে। যাঁরা iPhone কিনতে চান কিন্তু দামের জন্য কিনতে পারেন না, তাঁদের জন্য এটা একটা ভাল অপশন হতে পারে।