Apple iPhone 11 ফোনে বাম্পার অফার, 27,250 টাকা ছাড়ে Flipkart থেকে কেনার সুযোগ

Updated on 26-Apr-2023
HIGHLIGHTS

Apple iPhone 11 ফোনের উপর দারুন ছাড়ের ঘোষনা করেছে Flipkart

এই অফারের আওতায় গ্রাহকরা এই ফোনটি মাত্র 17,749 টাকায় কিনতে পারবেন

ফোনে বাম্পার ছাড়ের সাথে আপনি এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের মতো অতিরিক্ত অফারগুলিও পাবেন

আপনি যদি আপনার পুরানো ফোন বদলে নতুন ফোনে সুইচ করতে চান বা Android ফোন ব্যবহার করে বোর হয়ে গিয়েছেন, তাহলে Flipkart দিচ্ছে আপনাকে সুবর্ণ সুযোগ। আসলে ই-কমার্স ওয়েবসাইট Apple iPhone 11 ফোনের উপর দারুন ছাড়ের ঘোষনা করেছে। ফোনে বাম্পার ছাড়ের সাথে আপনি এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের মতো অতিরিক্ত অফারগুলিও পাবেন।

Apple iPhone 11 ফোনে ফ্লিপকার্ট অফার

Flipkart ওয়েবসাইটে iPhone 11 ফোনের এই অফারটি সীমিত সময়ের জন্য় দেওয়া হচ্ছে। এই অফারের আওতায় গ্রাহকরা এই ফোনটি মাত্র 17,749 টাকায় কিনতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তো! তবে এটাই সত্যি।

48,900 টাকা দেখতে গেলে প্রায় 50 হাজার টাকার এই ফোন মাত্র 17,749 টাকায় আপনার হতে পারে। ভাবছেন কীভাবে ? আসুন দেখে নেওয়া যাক অফারগুলি..

iPhone 11 ফোনটি মাত্র 17,749 টাকায় কেনার জন্য় আপনাকে আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জে আপনি নতুন ফোনে 26,250 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে পুরো এক্সচেঞ্জ প্রাইস পেতে আপনার পুরানো ফোনটি ভাল অবস্থায় থাকতে হবে এবং ফোনের মডেলের উপরও নির্ভর করছে দাম।

Flipkart-এ গ্রাহকদের বেশ কয়েকটি ব্যাঙ্ক ডিসকাউন্টও অফার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 10% পর্যন্ত SBI Credit Card EMI ট্রান্জেকশনে 1000 টাকা পর্যন্ত ছাড়। এর পাশাপাশি Flipkart Axis Bank Card পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক।

আপনি যদি এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে দেখেন তবে, গ্রাহকরা মাত্র 16,749 টাকায় iPhone 11 বাড়ি নিয়ে যেতে পারবেন।

iPhone 11 ফোনে কী রয়েছে ফিচার

iPhone 11 ফোনে 6.1-ইঞ্চি লিকুইড রেটিনা IPS LCD ডিসপ্লে দেওয়া যা 828 x 1792 পিক্সেল রেজোলিউশন সহ আসে। ফোনে 3110mAh ব্যাটারি সাপোর্টও রয়েছে।

Apple এর iPhone 11 ফোনটি কোম্পানির A13 Bionic chip সহ আসে। ফোনে 4GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি iOS 13 অপারেটিং সিস্টামে চলে। এই ফোনটি Apple এর লেটেস্ট 1OS 16.3 সফটওয়্যারে আপডেট করা যাবে।

ফটোগ্রাফির জন্য় iPhone 11 ফোনে 12 মেগাপিক্সেল প্রাইমারি প্রাইমারি ক্যামেরা এবং একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। ফোনের ফ্রন্টে 12-মেগাপিক্সেল শ্যুটার দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :