স্মার্টফোনে আসক্তি কমাতে বাজারে আসছে অ্যান্টি-স্মার্টফোন

স্মার্টফোনে আসক্তি কমাতে বাজারে আসছে অ্যান্টি-স্মার্টফোন
HIGHLIGHTS

এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল, এতে আধুনিক স্মার্টফোনের কোনও সুযোগ-সুবিধা মিলবে না৷ অর্থাৎ, ইন্টারনেট সার্ফিং করার কোনও সুযোগ নেই৷

24 ঘন্টা হাতে মুঠোফোনটি না থাকলে যাঁদের দিন গুজরান হয় না, তাঁদের আসক্তি কমাতে চলতি মাসেই বাজারে আসছে অ্যান্টি-স্মার্টফোন৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন! কোনও নতুন স্মার্টফোন নয়, এ যেন স্মার্টফোনের প্রতি ‘নেশা’ ছাড়ানোর ওষুধ৷

আরও দেখুন : নুবিয়া Z11 স্মার্টফোন ভারতে ডিসেম্বরে হবে লঞ্চ

বিশ্বজুড়ে বহু স্মার্টফোন ইউজারেরই অভিযোগ, কাজের সুবিধা হলেও স্মার্টফোন যেন জীবনের শান্তি কেড়ে নিয়েছে৷ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় নেই, পরিবারের সঙ্গে গল্প করার ফুরসত নেই- দিন দিন যেন ভার্চুয়াল দুনিয়ায় আমরা বন্দি হয়ে যাচ্ছি৷ এই অসুখের হাত থেকেই বাঁচাতে আসছে অ্যান্টি-স্মার্টফোন৷ পোশাকি নাম ‘লাইট ফোন’৷ একটি চিনা সংস্থার দীর্ঘ কয়েক বছর গবেষণার ফসল এই নতুন ফোন৷ নভেম্বরের 30 তারিখ হ্যান্ডসেটটি বাজারে আসবে৷ তবে আপাতত একটি ‘বেটা ভার্সন’ বাজারে আসছে, দ্রুতই আরও উন্নত মডেলটি আত্মপ্রকাশ করবে বলে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে দাবি করা হয়েছে৷ সাদা রঙের হ্যান্ডসেটটির দাম ভারতীয় মুদ্রায় 7000 টাকা৷

কী রয়েছে এই লাইট ফোনে? এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল, এতে আধুনিক স্মার্টফোনের কোনও সুযোগ-সুবিধা মিলবে না৷ অর্থাৎ, ইন্টারনেট সার্ফিং করার কোনও সুযোগ নেই৷ স্বাভাবিকভাবেই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করার কোনও সুযোগ নেই৷ একটিমাত্র ন্যানো সিম কার্ড ছাড়া আর একটিও সিম বা এসডি কার্ড ঢোকানোর সুযোগ নেই৷ ওই একটি সিম কার্ডও আবার টু-জি৷ ছবি তোলার জন্য কোনও ক্যামেরাও নেই৷ যার মানে, সেলফি তোলার বাতিক থেকেও মুক্তি! সহজ করে বললে, পুরনো ল্যান্ডলাইন টেলিফোনের মতো শুধু ফোন করা ও রিসিভ করা ছাড়া এই লাইট ফোনে আর কোনও কাজ করা যাবে না৷ স্বাভাবিকভাবেই, ভার্চুয়াল জগতে বিচরণের সুযোগ না থাকায় এই ফোনের ইউজাররা হাতে প্রচুর বাড়তি সময় পাবেন৷ সেই সময়টুকু পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানোর সুযোগও বাড়বে৷

আরও দেখুন : রিলায়েন্স নিয়ে এল আরেকটি নতুন আনলিমিডেট অফার

আরও দেখুন : বাজারে আসছে 6GB র‍্যা যুক্ত স্মার্টফোন

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo