Samsung Galaxy A40 ফোনটি লঞ্চ হওয়ার আগে এর বিষয়ে স্পেশাল খবর জানা গেল

Updated on 06-Mar-2019
HIGHLIGHTS

Samasung Galaxy A40 ফোনটি একটি মিড রেঞ্জের ফোন হিসাবে আসতে পারে আর এই ফোনটি Galaxy A10, Galaxy A30 আর Galaxy A50 র সঙ্গে লঞ্চ হবে, আর আপাতত এই ফোনটির লঞ্চ ডেটের বিষয়ে কিছু জানা যায়নি

হাইলাইট

  • সম্প্রতি Galaxy A10, Galaxy A30 আর Galaxy A50 ফোন গুলি লঞ্চ হয়েছে
  • Galaxy A40 ফোনটি লঞ্চ করা হবে
  • এই ফোনে Exynos 7904 প্রসেসার থাকতে পারে

 

সম্প্রতি Samsung তাদের Galaxy A10, Galaxy A30 আর Galaxy A50 স্মার্টফোন গুলি ভারতে লঞ্চ হয়েছে। Reuters য়ের রিপোর্ট থেকে A সিরজের এই নতুন ফোনটি প্রতি মাসে লঞ্চ করা হভে। আর কোম্পানি খুব তাড়াতাড়ি A40 ফোনটি লঞ্চ করতে পারে। আর Samsung galaxy A10 ফোনের দাম 8,490 টাকা, Galaxy A30 ফোনইর দাম 16,990 টাকা আর সেখানে Galaxy A50 ফোনটির দাম 19,900 টাকা আর এই দাম ফোনের 4GB/64GB ভেরিয়েন্টের জন্য। আর সেখানে এই ফোনের 6GB/64GB র দাম 22,990 টাকা।

MySmartPrice য়ের খবর অনুসারে আপকামিং Galaxy A40 ফোনটির দাম 249 ইউরো মানে প্রায় 20,000 টাকা হবে। আর সেখানে এই ফোনের লন্দ ডেটের বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি। Samsung Galaxy A40 ফোনটি একটি মিড রেঞ্জ ফোন হবে আর এটি Galaxy A30 আর Galaxy A50 র মধ্যে আসবে। আর এর সঙ্গে এই ফোনে একটি 6.4 ইঞ্চির ফুল HD+ ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে 2340x1080p রেজিলিউশানের হবে।

আর এর সঙ্গে এই ফোনে কোম্পানি তাদের Exynos 7904 প্রসেসার আর মালি G71 MP2 GPU থাকতে পারে। আর এই ডিভাইসটি 4GB?64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসবে যা 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনটি Android 9 পাইয়ের সঙ্গে আসবে আর এই ডিভাইসের ব্যাটারি আর দামের বিষয়ে কিছু জানা যায়নি। আর এই ফোনটি ডুয়াল রেয়ার আর সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসতে পারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :