Nokia 8 য়ের অ্যান্ড্রয়েড Pie য়ের সঙ্গে নতুন ক্যামেরা অভিজ্ঞতা পাওয়া যাবে আর সঙ্গে ফেস আনলকের কাজও চলছে

Updated on 06-Sep-2018
HIGHLIGHTS

আপনারা যদি Nokia 8 ব্যাবহার করেন বা কেনার কথা ভাবেন তবে আপনাদের জন্য একটি ভাল খবর এসেছে, আপনাদের বলে রাখি যে Nokia 8 য়ের অ্যান্ড্রয়েড পাই সাপোর্টের সঙ্গে একটি নতুন ক্যামেরা অভিজ্ঞতাও পাওয়া যাবে

Nokia 8 ব্যাবহার করেন বা কিনতে চান তবে আপনাদের জন্য একটি ভাল খবর এসেছে। আপনাদের বলে রাখি যে Nokia 8 য়ের অ্যান্ড্রয়েড পাই সাপোর্টের সঙ্গে একটি নতুন ক্যামেরা অভিজ্ঞতাও পাওয়া যাবে। সম্প্রতি কোম্পানির একটি আপডেটের পরে এই খবর সামনে এসেছে।

 

https://twitter.com/manuvamshi85/status/1035363391508893696?ref_src=twsrc%5Etfw

তবে এবার কোম্পানি CPU Juho Sarvikas তাঁর টুইটে বলেন যে খুব তাড়াতাড়ি Nokia 8 ইউজার্সরা নতুন আপডেট পাবেন। আর এর মানে এই যে Nokia 8  খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড Pie সাপোর্ট পাবে আর এছাড়া এর ইউজার্সরা নতুন ক্যামেরা অভিজ্ঞতা পাবেন।

আর এছাড়া আমরা যদি ফেস আনলকের বিশেয় কথা বলি তবে আপনাদের বলে রাখি যে কোম্পানি এর ওপরেও কাজ করছে। আর খুব তাড়াতাড়ি ইউজার্সরা এই সুবিধাও পাবেন। আর সম্প্রতি জানা গেছে যে Nokia 9 য়ে কোম্পাবনি ফেস আনলক ফিচার দিচ্ছে।

Connect On :