XIAOMI REDMI র এই ফোন গুলি ANDROID 9 PIE র আপডেট

XIAOMI REDMI র এই ফোন গুলি ANDROID 9 PIE র আপডেট
HIGHLIGHTS

Android 8.0 Oreo র সঙ্গে লঞ্চ হয়েছিল এই দুটি ডিভাইস

Oreo Based MIUI 10 র ফোন থাকবে

Android 9 Pie র আপডেটের জন্য আপাতত Redmi 6 আর Redmi 6A র আপডেটে বাধা

Xiaomi তাদের Redmi 6 আর Redmi 6A ডিভাইস Android 8.0 Oreo র সঙ্গে 2018 সালে লঞ্চ করা হয়েছিল। আর এর পরে ফোনে MIUI 10 আর Android 9 Pie আপডেট দাবি করার হয়েছিল। আর সেখানে Redmi 6 আর Redmi 6A ডিভাইসের Oreo Based MIUI 10 আপডেট করে দিয়েছে আর এবার এই দুটি ফোনের সঙ্গে Android 9 Pie আপডেট দেওয়া আটকে দেওয়া হয়েছে।

Xiaomi এবার তাদের বাজেট ফোন Redmi 6 আর Redmi 6A দুটি ফোনে Andrid 9 Pie র আপডেট দেওয়া হবে না। চিনের কোম্পানি যে ফার্মোয়্যারে দুটি ফোনের আপডেট দেওয়ার জন্য কাজ করছে আর এই ফোনে লেটেস্ট Android OS থাকবে না। আর সেখানে এও হতে পারে যে Xiaomi MIUI আপডেট Redmi 6 আর Redmi 6A সময়ে সময়ে পাবে। OS আপডেটের জন্য এই কোম্পানি MIUI ফার্মোয়্যারে (VIA GSM) দেখা গেছিল সেখানে “Change of Plan, Supnesion of Recruitment” হাই লাইট করা হয়েছিল।

Xiaomi Redmi 6 য়ের সঙ্গে সব ডিভাইস MIUI 10.2.2.0 স্টেবেল রোম গ্লোবাল দেওয়া হয়েছে। আর এর আগে স্মার্টফোনে MIUI 10 build Beta ভার্সেন দেওয়া হয়েছিল আর সেখানে Redmi 6A ফোনের ইউজার্সরা প্রথমে স্টেবাল ROM ভার্সান দেওয়া হয়েছে। Redmi 6 য়ের জন্য MIUI 10. Global Stable ROM ভার্সান 10.2.2.0 অ্যান্ড্রয়েড 8.1 oreo যুক্ত। আর এই আপডেট ভার্সান V10.2.2.0.OCGMIXM বিল্ড দেওয়া হয়েছে।

Xiaomi Redmi 6 আর Redmi 6A র জন্য ডিসেম্বর 2018 সিকিউরিটি প্যাচ ভারতে রোল আউট করেছে আর এতে বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে। প্রথমে ফোনে সেপ্টেম্বর 2018 সালে ওরিও বেসড MIUI 9 আপডেট দেওয়া হয় আর পড়ে এতে MIUI 10 য়ে আপডেট করা হয়েছে। REDMI 6A র 2GB/16GB ইন্টারনাল স্টোরেজের দাম 5,999 টাকা আর সেখানে 2GB/32GB র‍্যামের দাম 6,499 টাকা। Redmi 6 য়ের প্রাথমিক দাম 7,999 টাকা আর যা 3GB/32GB ভেরিয়েন্টে আসবে আর এটি 3GB/64GB 8,499 টাকায় কেনা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo