LG, G6 স্মার্টফোনটির জন্য অ্যান্ড্রয়েড ওরিও আপডেট টেস্টিং করছে

LG, G6 স্মার্টফোনটির জন্য অ্যান্ড্রয়েড ওরিও আপডেট টেস্টিং করছে
HIGHLIGHTS

এই আপডেট সাপোর্ট করে যে মডেল গিলি তার মধ্যে LGM-G600L, LGM-G600S, LGM-G600K, LGM-G600LR, LGM-G600SR, LGM-G600KR, LGM-G600LP, LGM-G600SP আর LGM-G600KP আছে

LG’র V30 স্মার্টফোনটির জন্য ফাইনাল ওরিও বিল্ড দেওয়ার কথা ঘোষনা হওয়ার পরেই খবর পাওয়া গেছে যে এই দক্ষিণ কোরিয়ার কোম্পানি আগেই G6 এর জন্য ওরিও আপডেটের টেস্টিং করছে।
বর্তমানে চিনে এর বিটা টেস্টিং চলছে। একজন ইউজার ওরিও পাওয়ার্ড G6 এর ইউনিটের স্ক্রিনশটও শেয়ার করেছে।

এর সফটোওয়্যার ভার্শান V19A আর এই আপডেটটি সাপোর্ট করে LGM-G600L, LGM-G600S, LGM-G600K, LGM-G600LR, LGM-G600SR, LGM-G600KR, LGM-G600LP, LGM-G600SP আর LGM-G600KP এই মডেল গুলি। এখন এই আপডেটের ফাইনাল সেল আউটের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি, তবে এটি খুব বেশি সময় নেবেনা।

LG’র এই ডিভাইসে 5.7ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসের স্ক্রিনের অ্যাস্পেক্ট রেশিও 18:9 ওর এর রেজিলিউশান 2880 x 1440p। এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে।

এই ডিভাইসটিতে 4GB র‍্যাম আছে আর এই ডিভাইসে 32 GB আর 64GB’র স্টোরেজ ভেরিয়েন্ট আছে যা 2TB অব্দি বাড়ানো যায়। এই ডিভাইসে 13 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo