এই স্মার্টফোনটি ভারতে গত বছর এপ্রিলে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের সঙ্গে নিয়ে আসা হয়েছিল
সাওমি ভারতে তাদের স্মার্টফোন Xiaomi Mi 5 এর সমস্ত ইউনিটের জন্য অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টমে আপডেট শুরু করে দিয়েছে. এই স্মার্টফোনটি ভারতে গত বছর এপ্রিলে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের সঙ্গে আনা হয়েছিল. আপনিও যদি এই আপডেট নিজের Xiaomi Mi 5 এ পেতে চান তবে আপনাকে তা করার আগে আপানর ফোনে কম করে 50% ব্যাটারি আর 2GB ফ্রি স্পেস অবশ্যই রাখতে হবে.
এই ডিভাইসে 5.15 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিসপ্লেটি ফুল HD রেজিলিউশন যুক্ত. এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে. এই ডিভাইসটিতে 530 গ্রাফিক্স প্রসেসার আছে. এই ডিভাইসে ডুয়াল সিম স্লট, 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে. এছাড়া এই ডিভাইসে অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে যা এখন অ্যান্ড্রয়েড নৌগাটে আপডেট করা যাবে.