Xiaomi Mi 5 ভারতে পেল অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট

Updated on 20-Apr-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি ভারতে গত বছর এপ্রিলে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের সঙ্গে নিয়ে আসা হয়েছিল

সাওমি ভারতে তাদের স্মার্টফোন Xiaomi Mi 5 এর সমস্ত ইউনিটের জন্য অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টমে আপডেট শুরু করে দিয়েছে. এই স্মার্টফোনটি ভারতে গত বছর এপ্রিলে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের সঙ্গে আনা হয়েছিল. আপনিও যদি এই আপডেট নিজের Xiaomi Mi 5  এ পেতে চান তবে আপনাকে তা করার আগে আপানর ফোনে কম করে 50% ব্যাটারি আর 2GB ফ্রি স্পেস অবশ্যই রাখতে হবে.

এই ডিভাইসে 5.15 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিসপ্লেটি ফুল HD রেজিলিউশন যুক্ত. এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে. এই ডিভাইসটিতে 530 গ্রাফিক্স প্রসেসার আছে. এই ডিভাইসে ডুয়াল সিম স্লট, 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে. এছাড়া এই ডিভাইসে অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে যা এখন অ্যান্ড্রয়েড নৌগাটে আপডেট করা যাবে.

আরো দেখুন: Samsung Galaxy S8, Galaxy S8+ ভারতে হল লঞ্চ, দাম Rs.57,900 আর Rs.64,900

এই ডিভাইসটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে. যাতে অটোফোকাস LED ফ্ল্যাশ সাপোর্ট, অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের মতন ফিচার আছে. সেল্ফির জন্য এই ডিভাইসে 4 মেগাপিক্সাল ক্যামেরা আছে. এই ডিভাইসটিতে 3000mAh ব্যটারি আছে. এই ডিভাইসে ইউএসবি টাইপ সি পোর্ট আছে. কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, ওয়াই ফাই, ব্লুটুথ আর NFC ফিচার আছে.

আরো দেখুন: Jioর নতুন ‘রেট কাটার প্ল্যান’, Rs.3 এ করুন ইন্টারন্যাশানাল কলিং

আরো দেখুন: Samsung Galaxy J5 (2017)র ছবি অনলাইনে লিক হল

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :