Samsung Galaxy A5 2016 ভারতে অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাচ্ছে

Updated on 15-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিকে গত বছর Samsung Galaxy A7 2016 র সঙ্গে লঞ্চ করা হয়েছিল

স্যামসং ভারতে উপস্থিত Samsung Galaxy A5 2016 ইউনিটের জন্য অ্যান্ড্রয়েড নৌগাট অপেরেটিং সিস্টেমের আপডেট শুরু করেদিয়েছে. এই স্মার্টফোনটি গত বছর Samsung Galaxy A7 2016 এর সঙ্গে লঞ্চ করা হয়েছিল. কিছুদিন আগেই এই স্মার্টফোনটি গ্রিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টেমের সঙ্গে লিস্ট করা হয়েছিল.

এই আপডেটটি তাদের Samsung Galaxy A5 2016 ডাউনলোড করার আগে নিজের ফোনে 1GB জায়গা ফ্রি রাখতে হবে. এই আপডেটটির সাইজ 970MB. এই আপডেটটি আপনার ফোন অব্দি পৌছাতে এখনও একটু সময় লাগবে. তবে আপনি যদি এই আপডেটকে নিজের ফোনে তাড়াতাড়ি নিতে চান তবে তার জন্য আপনি ফোনের সেটিংসে গিয়ে চেক করতে পারেন. এই আপডেটটির ফলে এই ফোনে স্প্লিট-স্ক্রিন, মাল্টি-টাস্কিং, কুইক সেটিংস, গুগল কিবোর্ডের মতন ফিচার্স পাবেন.

আরো দেখুন: Meizu M5 ভারতে লঞ্চ হল, দাম Rs.10,499

Samsung Galaxy A5 2016 র ফিচার্স দেখলে দেখাযাবে এতে 5.2 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে.এ টি 1.6GHz Exynos 7580 অক্টা-কোর প্রসেসার আর 2GB র্যাম যুক্ত. এতে 16GB ইন্টারনাল স্টোরেজও আছে. এতে 13MP রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে. এর ব্যাটারি 2900mAh.

আরো দেখুন: Xiaomi Redmi 3s এর 4 মিলিয়ান ইউনিট মাত্র 9 মাসে বিক্রি হয়েছে

আরো দেখুন: Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি 23 মে লঞ্চ হতে পারে

সোর্স:

Connect On :