Android 14-এর ফিচার প্রকাশ্যে এল, দেখুন কোন কোন ফোনে মিলবে এই OS-এর বিটা ভার্সন
Google -এর তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে অ্যান্ড্রয়েড 14 লঞ্চ করা হয়নি
অ্যান্ড্রয়েড 14 -এর কিছু ফিচার Google I/O 2023 ইভেন্টে ঘোষণা করা হয়েছে
Google -এর যন্ত্র ছাড়াও একাধিক অন্যান্য ব্র্যান্ডের ফোনেও অ্যান্ড্রয়েড 14 বিটা ভার্সন উপলব্ধ হবে
Google I/O 2023 ইভেন্টে অ্যান্ড্রয়েড 14 লঞ্চ হবে বলে অনেকেই ভেবেছিলেন। কিন্তু সেটা হল না। এই বছরের পরের দিকে এই OS লঞ্চ করবে বলে জানা গেল।
যদিও এই অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড 14 -এর একাধিক ফিচার প্রকাশ্যে এসেছে। ফেব্রুয়ারি মাসে অ্যান্ড্রয়েড 14 প্রিভিউ প্রথমবার প্রকাশ্যে এসেছিল। এরপর এপ্রিল মাসে এটার বিটা ভার্সন নিয়ে আসা হয়। এখন এটি একাধিক ফোনে ডাউনলোড করা যাবে।
অ্যান্ড্রয়েড 14 এর ফিচার –
Magic Compose- এটা গুগলের একটি নতুন টুল যা মেসেজে উপলব্ধ হল। এটা AI ব্যবহার করে ব্যবহারকারীদের সাহায্য করবে আরও দারুন সব মেসেজ লেখার জন্য। কোন কনটেক্সটে কথা হচ্ছে কথা হচ্ছে সেটা দেখে নিয়ে সেটার ভিত্তিতে রিপ্লাই দিতে সাহায্য করবে এটি।
ফাইন্ড মাই ডিভাইস – এটার সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের যন্ত্রের ট্র্যাক রাখতে পারবেন। একই সঙ্গে গ্রাহকদের নিরাপদ রাখতে এবং তাঁদের তথ্য সুরক্ষিত রাখবে এটি। কোথাও হারিয়ে গেলেও যন্ত্র খুঁজে পেতে সাহায্য করবে এই ফিচার।
লক স্ক্রিন কাস্টোমাইজেশন- অ্যান্ড্রয়েড 14 এর সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের লক স্ক্রিনকে কাস্টোমাইজ করতে পারবেন। নতুন শর্টকাট, ক্লক, ইত্যাদির সুবিধা পাবেন এখানে। নিজেদের মতো সাহায্যে যাবে লক স্ক্রিনকে এটার সাহায্যে। এছাড়া ফ্রেশ মনোক্রম্যাটিক কালার স্কিম ব্যবহার করা যাবে।
ইমোজি: ইমোজি ওয়ালপেপারের সাহায্যে 14টা আলাদা ইমোজি বেছে নিয়ে নির্দিষ্ট কালার স্কিম দিয়ে নিজের জন্য বিশেষ ওয়ালপেপার বানাতে পারবেন আপনার হোম বা লক স্ক্রিনের জন্য। আপনি যখনই এই ইমোজিতে টাচ করবেন তখনই এটা রিঅ্যাক্ট করবে।
সিনেমাটিক ওয়ালপেপার: এটার সাহায্যে যে কোনও ছবিকে 3D ইমেজে বদলানো যাবে মোশন এফেক্টের সাহায্যে। এটা আপনি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। স্পার্কেল এফেক্ট দিয়ে প্যারালাক্স এফেক্ট দেওয়া যাবে ফটোতে।
কোন কোন ফোনে অ্যান্ড্রয়েড 14 বিটা সাপোর্ট করবে?
Xiaomi 12T, Xiaomi 13, Xiaomi 13 Pro, Xiaomi Pad 6
vivo X90 Pro
TECNO Camon 20 series
Realme
OPPO Find N2 Flip
OnePlus 11
Nothing Phone 1
Lenovo Tab Extreme
iQOO 11
অ্যান্ড্রয়েড 14 বিটা কীভাবে ডাউনলোড করবেন?
ডেভেলপার্স পেজ অনুযায়ী ব্যবহারকারীরা নির্দেশ পেয়ে যাবেন যে কী করে অ্যান্ড্রয়েড 14 বিটা ডাউনলোড করা যাবে। ব্যবহারকারীরা ডাউনলোড করে এবং সিস্টেম ইমেজ ফ্ল্যাশ করতে পারেন যা প্রতিটা পার্টনার প্রোভাইড করবে। OTA ডেলিভারি কিছু পার্টনারের ক্ষেত্রে সাপোর্ট করবে।
এই ইনস্টলেশন প্রসেসের সময় ব্যবহারকারীরা সাপোর্ট পাবেন প্রতিটি পার্টনারের তরফে। অ্যান্ড্রয়েড 14 বিটা পার্টনার একটি নির্দিষ্ট ডেডিকেটেড চ্যানেল অফার করবে ব্যবহারকারীদের যেখানে তাঁরা যে কোনও সমস্যা জানাতে পারবেন।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile