2019 সালে ট্রিপেল-লেন্স ক্যামেরার সঙ্গে iPhone লঞ্চ হতে পারে
ট্রিপেল লেন্স সেটআপের সঙ্গে আসতে চলেয়া ডিভাইসে থার্ড জেনারেশানের iPhone X ও থাকতে পারে যা 2019 সালে লঞ্চ করা হবে
আগামী বছর লঞ্চ হতে চলা iPhone য়ে একটি iPhone ট্রিপেল-লেন্স রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর এই খবর Yuanta Securities য়ের অ্যানালিস্ট Jeff Pu য়েররিসার্চ নোটের ওপরে ভিত্ত করে Taipei Timesবলেছে।
ট্রিপেল-লেন্স রেয়ার ক্যামেরা যুক্ত হবে এই ফোনটি
এই নোটের বেশি খবর কিছু পাওয়া না গেলেও Economic Daily News য়ের দেওয়া অন্য একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ডিভাসিএ রেয়ার ক্যামেরা সেটআমে 6P লনেস ডিজাইন থাকবে আর এটি একটি 5X জুম অফার করবে। ক্যামেরা সেটআপে একটি 12মেগাপিক্সালের লেন্স থাকার সম্ভবনা আছে আর তৃতীয় লেন্সটি 3X অপ্টিকাল জুম অফার করবে। ট্রিপেল লেন্স সেটআপের সঙ্গে আসতে চলা এই ডিভাইসের থার্ড জেনারেশান iPhone X হতে পারে যা 2019সালের সেপটেম্বর মাসে লঞ্চ করা হবে।
স্মার্টলাইটে আলোকিত হবে আপনার বাড়ি! এজকে এই স্মার্টলাইট গুলির ওপরে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
Huawei P20 Pro স্মার্টফোনটিতে ট্রিপেল লেন্স ক্যামেরা দেখা গেছে
আপনারা যদি রেয়ার ক্যামেরা সেটআপের বিষয়ে মনে রাখেন তবে আপনাদের আসা করি মনে আছে যে Huawei সম্প্রতি ট্রিপেল লেন্স ক্যামেরা সঙ্গে Huawei P20 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। লাইকার সঙ্গে চুক্তি করে কোম্পানি Huawei P20 Pro স্মার্টফোনটিতে 40মেগাপিক্সালের কালার সেন্সার, 20মেগাপিক্সালের মনোক্রোম সেন্সার আর 8মেগাপিক্সালের টেলিফটো লেন্স অফার করা হয়েছে। আর যা 3x অপ্টিকাল জুম অফার করে। Apple এই চভ্র তিন নম্বর iPhones লঞ্চ করতে পারে।
আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন
iPhone X
আমরা যদি iPhone Xয়ের কথা বলি তবে কোম্পানির লেটেস্ট A11বিওনিক প্রসেসারের সঙ্গে 5.8ইঞ্চির OLED এজ-টু-এজ ডিসপ্লের সঙ্গে এসেছে, আর কোম্পানির সুপার রেটিনা ডিসপ্লে বলেছে। এই ডিভাইসের ব্যাকে 12MP’র ডুয়াল ক্যামেরা আছে আর এর ফ্রন্টে 12MP;র সেলফি ক্যামেরা আছে। আর এই ডিভাইসটিতে 64GB ভেরিয়েন্ট আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যায়।