মোটোরোলা ফ্যানস দের জন্য সুখবর, মোটোরোলা ব্যবহারকারী দের জন্য আমেজান ক্রিসমাসে নিয়ে এসছে মোটোরোলা ফোনে বড় ছাড়.
বড়দিনে অ্যামাজনের দারুন অফার। মোটোরোলা ভক্তদের জন্য এই বড়দিন আরও বড় হতে চলেছে। মোটোরোলার মোটো G4, মোটো G4 প্লাস এবং মোটো G4 প্লে মডেলগুলিতে আকর্ষণীয় ছাড় পেতে চলেছেন অ্যামাজনের ওয়েবসাইট থেকে।
মোটো G4 প্লাস, 4th Gen- এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ১০০০ টাকা ছাড়। ৩২ জিবি এই ফোনটির আসল দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনের এই অফারে আপনি পেয়ে যাবেন ১৩ হাজার ৯৯৯ টাকা। একই ফোন ১৬ জিবি হলে তা পাবেন ১২ হাজার ৪৯৯ টাকা।
মোটো G, 4th Gen- এই ফোনটিতে পেয়ে যাবেন ২ হাজার টাকা ছাড়। ৩২ জিবি এই ফোনটির আসল দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। কিন্তু আপনি এই অফারে পাবেন মাত্র ১১ হাজার ৯৯৯ টাকায়। একই ফোন ১৬ জিবিতে পাবেন ১০ হাজার ৪৯৯ টাকায়।
মোটো G4 প্লে, 4th Gen- এই ফোনে ৫ হাজার টাকা ছাড় পাবেন।
এছাড়াও আরও ১০ শতাংশ ছাড় পেতে পারেন, যদি আপনি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে কেনেন। এবং ৫ শতাংশ আরও ছাড় পাবেন HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করলে।