অ্যামাজনে আজ এই সেরা ফোন গুলি 15হাজার টাকার মধ্যে কেনা যাচ্ছে

অ্যামাজনে আজ এই সেরা ফোন গুলি 15হাজার টাকার মধ্যে কেনা যাচ্ছে
HIGHLIGHTS

আজকে অ্যামাজনের এই সেরা ফোনের তালিকায় রিয়েলমি থেকে রেডমি সবাই আছে

অনলাইন শপিং সাইট অ্যামাজন প্রায়ি কোণনা কোন ডিভাইসের ওপর ডিস্কাউন্ট দেয়। আর আজকে তারা 15 হাজার টাকার মধ্যে বেশ কিছু ভাল স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। এর মধ্যে রিয়েলমি থেকে রেডমি সবাই আছে। আসুন দেখা যাক আজকে তারা কোন কোন ফোনে কেমন ডিস্কাউন্ট দিচ্ছে। আর এর মধ্যে কোণ ফোন আপনাদের পছন্দ হলে তা আপনারা সহজেই এখান থেকে নিজের করতে পারবেন।

RealMe 1

এই রিয়েলমি ফোনটি আজকে 4GB/64GB ভেরিয়েন্টে অ্যামাজনে কেনা যাবে। এই ফোনটি আজকে 10,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম সাইটে 12,990 টাকা বলা হয়েছে। এটি একটি ডুয়াল 4G ফোন। আর এই ফোনে একটি 3410mAh য়ের ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।

Redmi Y2

আজকে এই রেডমির ফোনটি অ্যামাজনে গ্রে কালার অপশানে কেনা যাবে। এটি একটি 64GB ভেরিয়েন্টের ফোন। আর এই ফোনটি আজকে 12,999 টাকায় কেনা যাবে। সাইটে এর আসল দাম 13,499 টাকা বলা হয়েছে। এই ফোনে 12MP+5MP ডুয়াল রেয়ার ক্যামেরা আর 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Moto G5s Plus
আজকে এই মোটোরোলার ফোনটি গ্রে কালারে 64GB ভেরিয়েন্টে কেনা যাবে। এটি আজকে 11,999টাকায় কেনা যাবে। এই ফোনটির আসল দাম সাইটে 16,999টাকা বলা হয়েছে। এই ফোনটিতে রেয়ারে ডুয়াল 13MP র ক্যামেরা আছে। আর এটি একটি 5.5 ইঞ্চির ফোন। এখান থেকে কিনুন।

Honor 7X
আজকে এই হনারের ফোনটি অ্যামাজনে 11,99টাকায় কেনা যাবে। আর এই ফোনটি 13,999টাকায় কেনা যাবে। এই ফোনে 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট আছে। এটি একটি 5.93 ইঞ্চির ফোন যাতে 16MP+2MP ডুয়াল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

10.Or G
আজকে এই ফোনটি অ্যামাজনে 3GB ভেরয়েন্টে গ্রে কালারে কেনা যাবে। 11,999টাকা দামের এই ফোনটি আজকে অ্যামাজনে 7,699 টাকায় কেনা যাবে। এটি একটি 13MP ডুয়াল ক্যামেরার ফোন। এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।

InFocus Vision3
আজকে এই ফোনটি মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টে কেনা যাবে। এটি একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ফুল ভিশান ডিসপ্লে যুক্ত ফোন। এই ফোনটি আজকে এখানে 6,999 টাকায় কেনা যাবে। এই ফোনের আসল দাম সাইটে 7,999 টাকা বলা হয়েছে। এই ফোনটি5.7ইঞ্চির একটি 13MP+5MP ডুয়াল ক্যামেরা যুক্ত ফোন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo