digit zero1 awards

iPhone থেকে শুরু করে সবই আজকের Amazon ডিলে নিজের করুন

iPhone থেকে শুরু করে সবই আজকের Amazon ডিলে নিজের করুন
HIGHLIGHTS

অ্যাপেল আইফোন থেকে স্যামসাং সব আছে আজকের এই সেরা ফোনের ডিলে

গতকাল থেকে অ্যামাজনে শুরু হওয়া গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের দ্বিতীয় দিনে আজকে এই দারুন সব ফোন গুলি মাত্র 25,000 টাকার মধ্যে আপনার হতে পারে। আর এর মধ্যে অ্যাপেলের আইফোনও কিনতে পারবেন।

আর এর সঙ্গে অ্যামাজনের এই স্পেশাল অফার যদি ব্যাবহার করেন তবে ফোন গুলি আরও কম দামে আপনার হতে পারে। আপনারা যদি আজকে থেকে শুরু হওয়া এই সেলে এবার অ্যামাজন ক্যাশব্যাকের অফার দিচ্ছে। আর এই অফারটি তাদের প্রথম কেনায় 10% য়ের ইন্সট্যান্ট ডিস্কাউন্ট দিচ্ছে। আর এর সঙ্গে 10% য়ের ক্যাশব্যাক দিচ্ছে। আর এই ক্যাশব্যাক আপনাদের অ্যামাজন পে ব্যালেন্সে চলে আসবে। মানে 10 হাজার টাকার ফোনটি এই সব ডিস্কাউন্টের পরে আপনারা আরও কমে পেয়ে যাবেন।

আর শুধু তাই না HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে এই ইন্সট্যান্ট ক্যাশব্যাক মিনিমান 2,000 টাকার অর্ডারে পাওয়া যাবে। আর 5% ক্যাশব্যাক পাওয়া যাবে 2,000 টাকার কেনাকাটায় আর কেনাকাটা যদি কম করে 5000 টাকার হয় তবে তা আপনারা 10% ক্যাশব্যাক হিসাবে পাবেন।  আর যে ডিভাইসে এই অফার নেই তাতে সেই বিষয়টি সাইটে লেখা আছে।

Vivo V9Pro

আজকে এই দারুন  ভিভোর ফোনটি মাত্র 17,990 টাকায় নিজের করা যাবে। আর এই ফোনটির আসল দাম সাইটে 19,990 টাকা বলা হয়েছে। আর এটি একটি 6GB র‍্যামের ফোন। এখান থেকে কিনুন।

Samsung Galaxy A8+

আজকে এই স্যামসাংয়ের ফোনটি আপনারা মাত্র 23,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 41,900 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Apple iPhone 6

আপনারা যদি একটি দারুন আইফোন কিনতে চান তবে আজকে আপনারা এই অ্যাপেল আইফোনটি মাত্র 19,999 টাকায় কেনা যাবে। আর সাইটে এর আসল দাম 31,900 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Oppo F9 Pro

আজকে আপনারা এই ওয়াটার ড্রপ নচের ফোনটি মাত্র 23,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 25,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Honor Play

আজকে এই হনারের ফোনটি আপনারা মাত্র 17,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 21,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Apple iPhone 6S

আজকে আপনারা এই আইফোনটি মাত্র 24,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 29,900 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy J8

আজকে আপনারা এই স্যামসাংয়ের ফোনটি মাত্র 16,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 19,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Huawei Nova 3i

আজকে আপনারা এই চারটি ক্যামেরা যুক্ত ফোন মাত্র 17,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 23,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন। 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo