Amazon আজ এই স্মার্টফোন গুলিতে ডিস্কাউন্ট দিচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 26-Sep-2017
HIGHLIGHTS
এই লিস্টে আপনি কিছু সস্তার স্মার্টফোনের খবর পাবেন
আপনি যদি স্মার্টফোন কিনতে চান তবে আজ Amazon আপনাকে বেশ ভাল অফার দিচ্ছে। এই লিস্টে আপনি কিছু সস্তা দামের স্মার্টফোনের খবর পাবেন। আসুন তবে একবার এই তালিকাটি দেখে নেওয়া যাক।
- Samsung On5 Pro এর দাম এমনিতে Rs 7,999 কিন্তু Amazon এ 6% ডিস্কাউন্টের পরে এর দাম Rs 7,490 হবে। এই স্মার্টফোনটিতে 5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি অ্যান্ড্রয়েড v6.0 মার্শমেলোতে চলে। এই স্মার্টফোনটিতে 8MP’র প্রাইমারি ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।
- Lenovo Z2 Plus ফোনটির দাম আজ Rs 19,999 থেকে কমে Rs 11,568 হয়ে গেছে। এই স্মার্টফোনটির ডিসপ্লে 5 ইঞ্চির আর এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 যুক্ত। এখান থেকে কিনুন।
- Intex Note 5.5’র দাম এমনিতে Rs 6,199 কিন্তু অ্যামাজনে 6% এর ডিস্কাউন্টের পরে এর দাম Rs 5,799 হয়ে গেছে। এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে আর এটি 8MP’র প্রাইমারি ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এখান থেকে কিনুন।
- Asus Zenfone 3 এর দাম Rs 22,999 থেকে কমে Rs 14,990 হয়েছে। এই ফোনে 5.2 ইঞ্চির ডিসপ্লে আছে আর এটি 16MP রেয়ার আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এখান থেকে কিনুন।
- Intex Aqua Cloud Q11-4G এর দামের ওপর 37% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। যার ফলে এর দামে 37% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে 5.5 ইঞ্চির HD IPS টাচস্ক্রিন আছে। এই স্মার্টফোনের রেয়ার ক্যামেরা 8MP আর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এখান থেকে কিনুন।
- Lenovo A6600 Plus এর ওপর Amazon 33% ডিস্কাউন্ট দিচ্ছে, যার ফলে এর দাম Rs 8,499 থেকে কমে Rs 5,720 হয়ে গেছে। এই ফোনটি 5.0 ইঞ্চির ডিসপ্লে, 2GB র্যাম আর 16GB স্টোরেজ যুক্ত। এখান থেকে কিনুন।
- Micromax Spark Vdeo এর দাম Rs 4,999 থেকে কমে Rs 4,299 হয়ে গেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড v6 মার্শমেলোতে চলে আর এটি 4.5 ইঞ্চির ডিসপ্লে অফার করে। এখান থেকে কিনুন।
- Nokia 3 এর দাম Rs 10,299 থেকে কমে Rs 9,120 হয়ে গেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে। এই ডিভাইসটিতে 2GB র্যাম আর 16GB’র স্টোরেজ দেওয়া হয়েছে আর এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128 GB অব্দি বাড়ানো যেতে পারে। এখান থেকে কিনুন।
- Gionee A1 এর দাম এমনিতে Rs 21,499 কিন্তু Amazon এ 27% এর ডিস্কাউন্টের পরে এর দাম Rs 15,690 হয়েগেছে। এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটি 16MP’র ফ্রন্ট ক্যামেরা আর 13MP’র রেয়ার ক্যামেরা যুক্ত। এখান থেকে কিনুন।
- Sony Xperia XA1 এর ওপর Amazon 16% এর ডিস্কাউন্ট দিচ্ছে, যার ফলে এর দাম Rs 20,990 থেকে কমে Rs 17,700 হয়ে গেছে। এই ফোনের ডিসপ্লে 5 ইঞ্চির। এই স্মার্টফোনে 23MP’র প্রাইমারি ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।