digit zero1 awards

নতুন ফোন কিনতে চান? Amazon দিচ্ছে Realme থেকে Oppo ফোনে বাম্পার ছাড়

নতুন ফোন কিনতে চান? Amazon দিচ্ছে Realme থেকে Oppo ফোনে বাম্পার ছাড়
HIGHLIGHTS

Amazon তাদের Amazon Upgrade সেলে দুর্দান্ত ছাড় দিচ্ছে স্মার্টফোনের উপর

Xiaomi, IQOO, Realme, Tecno, ইত্যাদি ব্র্যান্ডের ফোনের উপর মিলছে আকর্ষণীয় সব ছাড়

আগামী 14 ডিসেম্বর পর্যন্ত এই সেল চলবে

Amazon আরও একটি ব্র্যান্ড নিউ সেল নিয়ে হাজির হয়ে গিয়েছে। এই E-commerce সাইটটির এই নতুন সেলের নাম হল Amazon Upgrade Sale। এই সেলেই Amazon বিভিন্ন রেঞ্জের স্মার্টফোনের উপর দিচ্ছে দুর্দান্ত ছাড়। Xiaomi থেকে IQOO, Realme থেকে Tecno, কিংবা Oppo, Lava যে ব্র্যান্ডের স্মার্টফোন কিনুন না কেন পেয়ে যাবেন দুর্দান্ত ছাড়। অন্যদিকে no cost EMI এর সুবিধা মিলবে Redmi A1, IQOO Z6 Lite, Redmi 11 Prime 5G, Tecno Spark 9, Oppo F21s Pro 5G, Redmi Note 11 এবং Realme Narzo 50i ফোনগুলোর উপর, এছাড়া এখানে একাধিক ব্যাংক অফারও মিলবে। এই সেল আগামী 14 ডিসেম্বর পর্যন্ত চলবে।

গ্রাহকরা এই সেলে 10% ছাড় পেতে পারেন 1,000 টাকা পর্যন্ত যদি তাঁরা 5000টাকা বা তার বেশি কেনাকাটা করেন HDFC ক্রেডিট কার্ডের সাহায্যে। এছাড়া কেউ যদি Federal ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন তাহলে তিনি পেয়ে যাবেন 10% ছাড় 1,250 টাকা পর্যন্ত। দেখে নিন বিস্তারিত।

Xiaomi

Amazon Upgrade Days Sale এ Redmu A1 ফোনটি মাত্র 5,579 টাকায় কেনা যাবে। অন্যদিকে Redmi 10A মিলবে মাত্র 7,469 টাকায়। Redmi 11 Prime 5G এবং Redmi Note 11 যথাক্রমে 11,999 এবং 10,999 টাকায় কেনা যাবে। এই ফোনগুলোর উপর Amazon একাধিক ব্যাংকের অফারও দিচ্ছে।

IQOO

Amazon Upgrade Days সেলে গ্রাহকরা IQOO এর বিভিন্ন ফোনের উপর পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়, সঙ্গে মিলবে ব্যাংকের অফার এবং EMI অপশন। যাঁরা IQOO Neo 6 কিনতে চান তাঁরা এই ফোনটি মাত্র 26,999 টাকায় পেয়ে যাবেন। এই দাম থেকেই এই ফোনটির মূল্য শুরু হচ্ছে। এর সঙ্গে পাবেন 3 কিংবা 6 মাসের নো কস্ট EMI এর সুবিধা। IQOO Z6 Pro এবং IQOO Z6 Lite ফোন দুটি যথাক্রমে 19,999 এবং 12,499 টাকায় পেয়ে যাবেন।

Tecno

Amazon এর এই নতুন সেলে Tecno কোম্পানির ফোনের উপরেও মিলবে দুর্দান্ত ছাড়। Tecno Pop 6 Pro ফোনটি এই সেলে মাত্র 5,579 টাকায় কেনা যাবে। অন্যদিকে Tecno Spark 9 ফোনটি কেনা যাবে 7,649 টাকায়। এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন একটি শক্তিশালী, ভ্যালুয়েবল এবং স্টাইলিশ ডিজাইন। অন্যদিকে Tecno Pova 5G এবং Tecno Camon 19 Mondrian ফোন দুটি যথাক্রমে 14,299 এবং 16,999 টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।

offers on smartphone in Amazon Upgrade Days sale

Realme

অন্যদিকে Realme এর বেশ কিছু ফোনের উপরেও মিলছে দুর্দান্ত ছাড়। Realme Narzo 50i ফোনটি মাত্র 5,499 টাকায় কেনা যাবে। আর 8,999 টাকায় কেনা যাবে Realme Narzo 50A Prime। এই ফোনে আছে 5000mAh ব্যাটারি।

Lava

Lava 23 ফোনটি গ্রাহকরা Amazon এর Upgrade Days সেলে মাত্র 6,299 টাকায় কিনতে পারবেন। অন্যদিকে Lava Blaze NXT ফোনটির দাম এই সেলে রাখা হয়েছে 8,369 টাকা। এই ফোনে গ্রাহকরা 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন LED ফ্ল্যাশ সহ। আর সেলফির জন্য আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।

Oppo

Oppo কোম্পানির একাধিক ফোনের উপর এই সেলে মিলছে দুর্দান্ত ছাড়। এর মধ্যে Oppo F21s Pro 5G ফোনটি 24,499 টাকায় কেনা যাবে যেখানে গ্রাহকরা পেয়ে যাবেন 6 মাসের No Cost EMI এর সুবদিহা। এছাড়া এক্সচেঞ্জ করলে মিলতে পারলে অতিরিক্ত 3,000 টাকার ছাড়। Oppo A76 এবং Oppo A77s ফোন দুটি এখন 15,490 এবং 16,999 টাকায় কেনা যাবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo