AMAZON SUMMER SALE দ্বিতীয় দিনে স্মার্টফোনে স্মার্টঅফার
সেল শেষ হবে আগামী 7 মে
সব মিলিয়ে মোট 50% পর্যন্ত ডিস্কাউন্টে ফোন কেনা যেতে পারে
আমরা এর আগেই আপনাদের জানিয়েছি যে অ্যামাজনে তাদের সামার সেল শুরু হতে চলেছে। আর আজকে এই সেলর দ্বিতীয় দিন । আর এই সেল চলবে আগামী 7 তারিখ পর্যন্ত হবে।
আপনারা এই স্লে স্মার্টফোনের ওপরে 40% ডিস্কাউন্ট পাচ্ছেন আর সঙ্গে আরও 10% য়ের টোটাল ড্যামেজ প্রোটেকশানের সুবিধা আছে সব স্মার্টফোনে। আর এর মানে সব মিলিয়ে মোট 50% পর্যন্ত ডিস্কাউন্টে ফোন কেনা যেতে পারে।
আর আপনারা যদি ফোন এক্সচেঞ্জ করতে চান তবে তা 10,000 টাকা পর্যন্ত অফার দিচ্ছে আর সঙ্গে আছে No Cost EMI তে 499 টাকা প্রতি মাসের হিসাব।
OnePlus 6T
এই ফোনটি আপনারা আজকের সেলে এখানে মাত্র 32,999 টাকায় কিনতে পারবেন, এটি 8GB র্যাম আর 128GB স্টোরেজ যুক্ত কিনতে পারবেন, এর আসম দাম এখানে 41,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 9N
ফোনটি আজকে আপনারা এখানে মাত্র 9,499 টাকায় কিনতে পারবেন, আর এর আসল দাম সাইটে 15,999 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা আজকে এখানে 4GB র্যাম আর 64GB স্টোরেজে কেনা যাবে। এখান থেকে কিনুন।
Vivo Y83 Pro
আজক আপনারা এই ভিভো ফোনটি এখানে মাত্র 11,990 টাকায় কিনতে পারবেন, আর এর আসল দাম এখানে 16,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজে কেনা আজবে। আর এর সঙ্গে আছে No Cost EMI আর অতিরিক্ত এক্সচেঞ্জ অফারের সুযোগ।এখান থেকে কিনুন।
Honor 8C
আজকে এই হনারের ফোনটি আপনারা এই সুপার সামার সেলে মাত্র 9,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 10,999 টাকা বলা হয়েছে। এটি আপনারা 4GB র্যাম আর 32GB স্টোরেজে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Realme U1
এই রিয়েলমির ফোনে আপনারা এখানে 8,999 টাকায় কিনেত পারবেন, আর এর আসল দাম এখানে 12,999 টাকা বলা হয়েছে। এই ফোনটি আপনারা এখানে 3GB র্যাম আর 32GB স্টোরেজে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।