Amazon Summer Sale: আজকে এই স্মার্ট ফোন গুলি অসাধারন অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে

Updated on 14-May-2018
HIGHLIGHTS

আজকের এই সেলে ICICIএর ক্রেডিট আর ডেবিট কার্ডের ব্যাবহারে কেনাকাটা করলে 10%ক্যাশ ব্যাকের সুযোগও পাওয়া যাচ্ছে

 

গ্রীষ্মের শুরুতেই কুল সব অফার নিয়ে হাজির হয়েছে অ্যামাজন তাদের সুপার সামার সেলে। আর এই সেলে হেন জিনিস নেই যা তারা নিয়ে আসেনি। আর আজকে আমরা এখানে আপনাদের এই সেলের কিছু অসাধারন স্মার্টফোনের ডিলের বিষয়ে বলব। এর সঙ্গে এটাও মনে রাখা দরকার যে এই সেলে অ্যামাজন ICICIক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কেনা কাটা করলে 10%ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে। আর শুধু তাই না যদি আপনারা অ্যামাজন পে ব্যালেন্সের ব্যাবহার করেন তাহলেও আপনারা 10%ক্যাশব্যাকের সুযোগ পাবেন। তবে আসুন দেখা যাক যে আজকে অ্যামাজন কোন কোন স্মার্টফোনের ওপরে কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।

Redmi 5 (Black)

আজকে এই রেডমির স্মার্টফোনটি কালো রঙের অপশানে অ্যামাজনের এই সেলে কিনতে পাওয়া যাবে। এটি আজকে 8,499টাকার বদলে 7,499টাকায় কিনতে পাওয়া যাবে। এটি একটি 16GB স্টোরেজ যুক্ত স্মার্টফোন। আর এর শুধু এই ফোনটি কিনলে তা 357টাকার মান্থলি নো কস্ট ইন্সটলমেন্টে কেনা যাবে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 অক্টা-কোর প্রসেসার আছে। এখান থেকে কিনুন।

Nokia 6.1 plus
এই নোকিয়ার ফোনটি আজকে অ্যামাজন থেকে 18,999টাকায় কেনা যাবে। এটি একটি 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত স্মার্টফোন। এটি ICICI ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 10%ক্যাশব্যাকের সুযোগ পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
 
Huawei P20 Pro Blue
সদ্য লঞ্চ হওয়া এই হুয়াওয়ের স্মার্টফোনটি আজকে এই সেলের মাধ্যমে কিনলে 64,999টাকায় কেনা যাবে। এর আসল দাম এমনিতে 69,999টাকা। আর এটি 3,090টাকার মান্থলি নো কস্ট ইন্সটলমেন্টেও কেনা যাবে। এই ফোনটি যারা ছবি তুলতে ভালবাসেন তাদের জন্য একটি খুবই আকর্ষণীয় ফোন। এই ফোনের মোট চারটি ক্যামেরার মধ্যে তিনটি রেয়ার ক্যামেরা আছে যা হল 40+20+8MP’র আর এর ফ্রন্ট ক্যামেরাটি 24Mp’র। এখান থেকে কিনুন।
 
Nokia 7 Plus
এই নোকিয়া ফোনটি আজকে এই অ্যামাজন সেলের সুযোগে 25,999টাকায় কেনা যাবে। এর আসল দাম অবশ্য 28,028টাকা। এটি 1,236টাকার নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে কেনা যাবে। এই ফোনটি আজকে ব্ল্যাক আর কপার কালার ভেরিয়েন্টে কেনা যাবে। এই স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ 64GB। আর এই ফোনটির র‍্যাম 4GB। আর এই ফোনটির ক্যামেরাতে কার্ল জাইসের লেন্স দেওয়া হয়েছে। এখান থেকে কিনুবন।
 

Honor 7X 
আজকে এই হনারের স্মার্টফোনটি এই অ্যামাজন সেলের সুযোগে 12,499টাকায় কেনা যাবে। এর আসল দাম 13,999টাকা বলা হয়েছে। এই হনার ফোনটির র‍্যাম 4GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB’র। এই ফোনটিতে 16MP+2MP’র ডুয়াল প্রাইমারি ক্যামেরা আছে আর এর ফ্রন্ট ক্যামেরাটি 8MP’র। এখান থেকে কিনুন।
 

Samsung Galaxy On7 Prime
আজকে এই স্যামসংয়ের স্মার্টফোনটি 10,990টাকায় কেনা যাবে। এটি একটি 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত স্মার্টফোন। এর আসল দাম 12,990টাকা। এই ফোনটি 13MP’র প্রাইমারি ক্যামেরা আর 13MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এখান থেকে কিনুন।
 

10.or E 
এই ফোনটি আজকে বিয়ন্ড ব্ল্যাক কালার অপশানে কিনতে পাওয়া যাবে। আর এটি আজক্র 5,999টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনটির আসল দাম 7,999টাকা। আর এই স্মার্টফোনটির র‍্যাম 2GB আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB। এই ফোনটিতে 4000mAhয়ের লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung On5 Pro
আজকে আরও একটি স্যামসংয়ের স্মার্টফোন এই তালিকায় নিজের যায়গা করে নিয়েছে। এটি আজকে গোল্ড কালার অপশানে কেনা যাবে। এই ফোনটি আজকে 5,999টাকায় কেনা যাবে। আর এর আসল দাম 7,999টাকা। এই ফোনটি 8MP’র প্রাইমারি ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম বা অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সাইটের এই দামের আর অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :