Amazon Sale Offer: 8GB RAM ফোন মাত্র 15 হাজার টাকার কম দামে! দেদার ছাড়ে মিলছে এই 3 স্মার্টফোন

Amazon Sale Offer: 8GB RAM ফোন মাত্র 15 হাজার টাকার কম দামে! দেদার ছাড়ে মিলছে এই 3 স্মার্টফোন
HIGHLIGHTS

Amazon Sale Offer: অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2024 আগামীকাল অর্থাৎ 19 জানুয়ারি শেষ হতে চলেছে

অ্যামাজন সেলে গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পেতে পারেন

আপনি এই সেলে বিশাল ডিসকাউন্ট সহ স্মার্টফোন কিনতে পারেন

Amazon Sale Offer: অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2024 এখনও পর্যন্ত চলবে। এই সেলে হোম অ্যাপ্লায়েন্সের, ইলেকট্রনিক প্রোডাক্টের পাশাপাশি স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার জন্য একটি স্মার্টফোন কিনতে চান, তবে এটাই সুযোগ। আপনি এই সেলে বিশাল ডিসকাউন্ট সহ স্মার্টফোন কিনতে পারেন।

অ্যামাজন সেলে গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক কোন ফোন কত টাকা সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং AI ফিচার সহ শক্তিশালী Samsung Galaxy S24 Ultra ফোন লঞ্চ, জানুন দাম কত

iQOO Z7s 5G

iQOO Z7s 5G
iQOO Z7s 5G

সেল চলাকালীন আইকিউ Z7s 5G ফোনে দুর্দান্ত ডিসকাউন্ট অফার করা হচ্ছে। এই ফোনটি 36 শতাংশ ছাড়ের সাথে মাত্র 15,999 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফোনে 1250 টাকার কুপনও অফার করছে ওয়েবসাইট। যার পরে এই ফোনের দাম 15000 টাকার কম হয়ে যাবে। ফোনের আসল দাম 24,999 টাকা। এই দামে আপনি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন কিনতে পারবেন।

এখান থেকে কিনুন

Redmi Note 13 5G

Amazon Sale Offer
Redmi Note 13 5G

অ্যামাজন সেলে রেডমির এই 5G ফোনটি ডিসকাউন্ট অফারে বিক্রি করা হচ্ছে। এটি ই-কমার্স ওয়েবসাইটে 14 শতাংশ ছাড়ের সাথে 17998 টাকায় লিস্ট রয়েছে। তবে ফোনের আসল দাম 20,999 টাকা। এছাড়া আলাদা করে থাকছে ব্যাঙ্ক অফারও।

এখান থেকে কিনুন

Honor 90 5G

Honor 90 5G
Honor 90 5G

অনার এর নতুন ফোন Honor 90 5G ফোনটি ভারতীয় বাজারে ক40য়েক মাস আগেই এসেছে। অ্যামাজন সেলে 38 শতাংশ ছাড়ের সাথে 30,999 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ওয়েবসাইটে 2000 টাকার কুপন অফারও দেওয়া হচ্ছে।

এখান থেকে কিনুন

আরও পড়ুন: Amazon Sale-এ দেদার ছাড়! 1500 টাকার কমে Nokia Phone কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo