Amazon Republic Day Sale: মাত্র 7000 টাকার কম দামে বাড়ি নিয়ে আসুন বাজেট স্মার্টফোন, বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ

Amazon Republic Day Sale: মাত্র 7000 টাকার কম দামে বাড়ি নিয়ে আসুন বাজেট স্মার্টফোন, বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ

Amazon Republic Day Sale: অনলাইন শপিং সাইটে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেল শুরু হয়েছে। আপনি যদি সেল চলাকালীন একটি বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কিন্ত বাজেট কম তবে এখানে রয়েছে কিছু সেরা বিকল্প। বাজারে 7000 টাকারও কমে দুর্দান্ত স্মার্টফোন অপশন রয়েছে। এতে Samsung, Xiaomi মতো ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে।

এই সেল 13 জানুয়ারি শুরু হয়েছে, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত চলবে। গ্রাহকরা সেল চলাকালীন কেনাকাটায় SBI কার্ড পেমেন্টে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আসুন আর দেরি না করে লিস্ট দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: BSNL Plan: কম খরচে বেশি ভ্যালিডিটি এবং 40GB ডেটা, Airtel-Jio কে টেক্কা দিতে বাড়ল সুবিধা

Samsung Galaxy M04

Amazon Republic Day Sale
Samsung Galaxy M04

আপনি যদি কম দামে দুর্দান্ত ব্র্যান্ডের ফোন কিনতে চান, তবে এখানে স্যামসাং গ্যালাক্সি M04 ফোনটি দেখতে পারেন। এতে অক্টা-কোর প্রসেসর,13MP ডুয়াল ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 8GB পর্যন্ত RAM মতো ফিচার রয়েছে। অ্যামাজন রিপাবলিক ডে সেলে এই ফোন 50 শতাংশ ছাড়ের সাথে মাত্র 5,999 টাকায় বিক্রি হচ্ছে।

কিনতে এখানে ক্লিক করুন

Redmi 12C

Redmi 12C massive discount amazon
Redmi 12C massive discount amazon

রেডমির এই স্মার্টফোনটি কম দামে আসা একট জনপ্রিয় ডিভাইস। ফোনে HD+ ডিসপ্লে রয়েছে। এছাড়া থাকছে 4GB RAM এবং 64GB স্টোরেজ, 50MP ডুয়াল ক্যামেরা, 5000mAh ব্যাটারি রয়েছে। অ্যামাজন সেলে এই ফোনটি 50 শতাংশ ছাড়ে 6999 টাকায় কেনা যাবে।

কিনতে এখানে ক্লিক করুন

itel A60s

Itel A60s
Itel A60s

আইটেলের এই স্মার্টফোন নতুন লঞ্চ হয়েছে। এই ফোনটি 8GB পর্যন্ত RAM, অক্টা-কোর প্রসেসর, 8MP AI রিয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ আসে। সেল চলাকালীন এই ফোনের দাম অ্যামাজন সেলে 5999 টাকায় কেনা যাচ্ছে। কোম্পানি এই ফোনে 29 শতাংশ পর্যন্ত ছাড় অফার করছে।

কিনতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: Amazon Great Republic Day Sale 2024: 57 শতাংশ পর্যন্ত ছাড়ে কিনুন সেরা Tablet, এর চেয়ে আর সস্তা কোথাও নেই!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo