30,000 টাকার মধ্যেই মিলছে 5G ফোন, তালিকায় আছে OnePlus 10R, Redmi Note 12

Updated on 16-Jan-2023
HIGHLIGHTS

Amazon Republic Day Sale শুরু হয়ে গেল ভারতে

15 থেকে 20 জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল

একাধিক 5G স্মার্টফোনের উপর মিলছে দারুন ছাড়, দাম রাখা হয়েছে মাত্র 30,000 এর মধ্যে

Amazon- এ শুরু হয়ে গেল ব্র্যান্ড নিউ সেল। দেশের প্রজাতন্ত্র দিবসের আগেই শুরু হল Amazon Great Republic Day Sale। এই সেল 15 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত চলবে। টিভি থেকে ল্যাপটপ, স্মার্টফোন থেকে স্মার্টওয়াচ সব কিছুর উপরেই এই সেলে মিলছে দেদার ছাড়। তবে এই প্রতিবেদনে দেখে নিন এমন 5টি 5G স্মার্টফোনের কথা যেগুলো আপনি এই সেল থেকে মাত্র 30,000 টাকাতেই কিনে নিতে পারবেন।

বর্তমানে Amazon মোবাইল ফোনের উপর 40% ছাড় দিচ্ছে। এছাড়া যাঁরা SBI -এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করবেন তাঁরা পেয়ে যাবেন 10% ছাড়। এছাড়া এক্সচেঞ্জ অফার তো থাকছেই। অন্যদিকে Amazon Pay Later, Bajaj Finserv, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে EMI এবং Non EMI transaction করলে মিলবে দারুন অফার। 

দেখে নিন এই সেলে কোন 5G ফোন পাবেন 30,000 এর মধ্যে

OnePlus 10R 5G

এই ফোনটির আসল দাম 39,999 টাকা। কিন্তু এখন এই সেলে এই ফোনটি মাত্র 28,999 টাকায় কেনা যাচ্ছেন এছাড়া এক্সচেঞ্জ অফারে কিনলে মিলবে আরও 22,000 টাকার ছাড়। সঙ্গে আছে ব্যাংক অফার। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে Non EMI transaction করলে মিলবে 750 টাকার ছাড়, আর EMI transaction করলে মিলবে 1250 টাকার ছাড়। আছে No Cost EMI- এর সুবিধাও। এই ফোনে আছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে মিলবে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে থাকবে 120 HZ রিফ্রেশ রেট। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। MediaTek Dimensity 8100 Max প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। এখান থেকে কিনুন

Redmi Note 12

এই ফোনের আসল দাম 19,999 টাকা। কিন্তু এই সেলে ফোনটি মাত্র 17,999 টাকায় কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে কিনলে পাবেন 17,099 টাকার ছাড়। সঙ্গে আছে ব্যাংক অফার। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে Non EMI transaction করলে মিলবে 750 টাকার ছাড়, আর EMI transaction করলে মিলবে 1250 টাকার ছাড়। আছে No Cost EMI -এর সুবিধাও। এই ফোনে আছে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 6.67 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে আছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর রয়েছে। Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হয়। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। এখান থেকে কিনুন

iQOO Z6 Lite 5G

এই ফোনের আসল দাম 15,999 টাকা। কিন্তু গ্রাহকরা এই ফোনটি মাত্র 12,999 টাকায় কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারে কিনলে মিলবে 12,150 টাকা পর্যন্ত ছাড়। সঙ্গে আছে ব্যাংক অফার। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে Non EMI transaction করলে মিলবে 750 টাকার ছাড়, আর EMI transaction করলে মিলবে 1250 টাকার ছাড়। আছে No Cost EMI -এর সুবিধাও। এই ফোনে আছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হয়। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। এখান থেকে কিনুন

OnePlus Nord CE 2 Lite 5G

এই ফোনটির আসল দাম 19,999 টাকা, কিন্তু এই সেলে এটি 18,999 টাকায় পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফারে কিনলে এই ফোনটির উপর আরও 18,000 টাকার ছাড় মিলবে। এই ফোনে আছে No Cost EMI- এর সুবিধা। এখানে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 6.59 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে যেখানে মিলবে 120 HZ রিফ্রেশ রেট। Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হয়। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এখান থেকে কিনুন

Samsung Galaxy S20 FE 5G

এই ফোনটির আসল দাম 74,999 টাকা। কিন্তু এই সেলে ফোনটি মাত্র 29,990 টাকায় পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফারে মিলবে আরও 22,000 টাকা পর্যন্ত ছাড়। সঙ্গে আছে ব্যাংক অফার। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে Non EMI transaction করলে মিলবে 750 টাকার ছাড়, আর EMI transaction করলে মিলবে 1250 টাকার ছাড়। আছে No Cost EMI -এর সুবিধাও। এই ফোনে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 6.5 ইঞ্চির একটি ইনফিনিটি O সুপার AMOLED ডিসপ্লে। ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি আছে এই ফোনে। Qualcomm Snapdragon 865 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হয়। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। এখান থেকে কিনুন

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :