Amazon মানেই বিভিন্ন প্রোডাক্টের সমাহার তাও আবার মনের মতো দামে। তার সঙ্গে যদি আবার অফার জুড়ে যায় তাহলে তো কথাই নেই। প্রসঙ্গত এই E-commerce সাইটে শীঘ্রই শুরু হতে চলেছে তাদের বার্ষিক সেল।
আর এই Amazon Prime Days Sale-এ গ্রাহকদের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে স্মার্টফোনের উপর এখানে 40% ছাড় দেওয়া হবে। তাই আপনার যদি এর মধ্যে স্মার্টফোন বদলানোর পরিকল্পনা থাকে, বা সস্তায় পছন্দের ফোন কেনার ইচ্ছে থেকে তাহলে এটাই কিন্তু সুযোগ।
Apple, Samsung, Google সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টের উপর দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। তবে সেরা ডিল কিন্তু পাবেন সেই স্মার্টফোনের উপর। আসল দামের তুলনায় অনেকটা সস্তায় Amazon Prime Days Sale থেকে গ্রাহকরা বিভিন্ন স্মার্টফোন কিনতে পারবেন। ফলে এই সুযোগ হাতছাড়া একদমই করা উচিত নয়।
এই E-commerce সাইটে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন মডেলের ফোন পাওয়া যায়, এর মধ্যে যেমন সদ্য লঞ্চ হওয়া Flagship ফোন রয়েছে তেমনই আছে বাজেট ফোন। ফলে আপনার কী চাই, কোন বাজেটের মধ্যে কিনতে চান সেই সব কিছু ভেবে চিনতেই এখান থেকে একাধিক প্রোডাক্ট পেয়ে যাবেন। আর Amazon Prime Days Sale মানেই সব থেকে সেরা অফার পেয়ে যাওয়া, সঙ্গে একাধিক অফার তো আছেই।
এন্ট্রি লেভেলের একাধিক ফোনে এই Amazon Prime Days Sale-এ ফাটাফাটি ছাড় পাওয়া যাবে। এই একটি বার্ষিক সেল যেখানে বাজেট ফোনকে আরও পকেট ফ্রেন্ডলি করে তোলা সম্ভব। ফলে এখানে আপনার বাজেট অনুযায়ী সেরা ফোন বেছে নিতে ভুলবেন না যেন।
ভারতে এখন দ্রুত গতিতে 5G পরিষেবা ছড়িয়ে পড়ছে। সকলেই চাইছেন এই দুর্দান্ত পরিষেবা পেতে। তাই 5G ফোনের চাহিদাও এখন তুঙ্গে।
এখানে একাধিক 5G আছে যেখানে যেমন দুর্দান্ত ডিসপ্লে পাবেন তেমনই পেয়ে যাবেন দারুন শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরা। তাহলে আর অপেক্ষা কেন Amazon Prime Days Sale থেকে কিনে নিন পছন্দের 5G ফোন।
ফোনে যতই সেরা ফিচার থাক আমরা কিন্তু কিনি শেষ পর্যন্ত দাম দেখেই। তাই Amazon Prime Days Sale-এ কিন্তু বিভিন্ন রেঞ্জের একাধিক ফোন পাওয়া যাবে। ফলে সবটা মিলিয়ে যে আপনার কেনাকাটা করার অভিজ্ঞতা আরও ভালো হবে সেটা বলাই বাহুল্য।
লয়াল প্রাইম মেম্বারদের জন্য এই সেলে বিশেষ ছাড় পাওয়া যাবে একাধিক প্রোডাক্টের উপর। এর মধ্যে যেমন কোন ফোন বেশি জনপ্রিয়, কোনটার রিভিউ কেমন, ইত্যাদি দেখেই সবটা বিবেচনা করা হবে। সঙ্গে কাস্টোমার স্যাটিস্ফ্যাকশন তো আছেই।