Amazon Prime Day Sale: স্মার্টফোনে দেদার ছাড়, Samsung এবং OnePlus সহ এই ফোন কেনা যাবে ব্যাপক সস্তায়
Amazon Prime Day Sale 20 জুলাই দুপুর 12টায় শুরু হবে যা 21 জুলাই পর্যন্ত চলবে
অ্যামাজন প্রাইম ডে সেলে স্মার্টফোন, ইলেক্ট্রনিক, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্সে ডিসকাউন্ট অফার করা হবে
Samsung Galaxy M35 5G, iQOO Z9 Lite 5G, Moto Razr 50 Ultra, Lava Blaze X মতো স্মার্টফোনে ডিসকাউন্ট পাওয়া যাবে প্রাইম ডে সেলে
Amazon Prime Day Sale শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সেলে স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট অফার করা হবে। অ্যামাজন প্রাইম ডে সেল 20 এবং 21 জুলাই লাইভ হবে।
Amazon Prime Day Sale 2024 কখন এবং কবে শুরু হবে
প্রাইম ডে সেলটি 20 জুলাই দুপুর 12টায় শুরু হবে যা 21 জুলাই রাত 11.59 পর্যন্ত চলবে। সেলে স্মার্টফোন, ইলেক্ট্রনিক, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্সে ডিসকাউন্ট অফার করা হবে। শুধু তাই নয়, সেলে 24 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনে কেনা যাবে।
অ্যামাজন প্রাইম ডে সেলে মিলবে স্মার্টফোন অবিশ্বাস্য ছাড়
সেল চলাকালীন কিছু নতুন স্মার্টফোনও লঞ্চ করা হবে। সেলে Samsung Galaxy M35 5G, iQOO Z9 Lite 5G, Moto Razr 50 Ultra, Lava Blaze X মতো স্মার্টফোনে ডিসকাউন্ট পাওয়া যাবে। আইফোন 13 সেলে সবচেয়ে বাম্পার ডিলে বিক্রি হবে। ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে 47,999 টাকায় কেনা যাবে।
শুধু তাই নয়, স্যামসাং এর ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S23 5G ফোনটি সেলে বিক্রি হবে। এতে 12 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এর সুবিধা নেওয়া যাবে। গ্যালাক্সি এফই 5G এই সেলে দুর্দান্ত ডিলের সাথে বিক্রি হবে।
ওয়ানপ্লাস 12 5G ফোনটি প্রাইম ডে সেলে 64,999 টাকা বদলে 52999 টাকায় কেনা যাবে। কিছু ডিভাইসে পাওয়া যাবে 12000 টাকার পর্যন্ত অতিরিক্ত ছাড়।
সস্তা স্মার্টফোন মিলবে প্রাইম ডে সেলে আরও সস্তায়
রিয়েলমির স্মার্টফোন প্রাইম ডে সেলে 7499 টাকায় শুরু হবে। গ্রাহকরা 1000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 4000 টাকা পর্যন্ত কুপন দেওয়া হবে।
নারজো 70x ফোনটি 11,749 টাকায় বিক্রি করা হবে। নারজো 70 প্রো ফোনে কোম্পানি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ 15,249 টাকায় অফার করবে।
অনলাইন সাইট পোকো স্মার্টফোনেও দুর্দান্ত অফার দেবে। পোকো ফোনটি 6499 টাকার শুরুর দামে পাওয়া যাবে। এতে পোকো X6 5G এবং পোকো এম6 5G মতো স্মার্টফোনে ডিসকাউন্টে কেনা যাবে।
আরও পড়ুন: Annual Plans: একটি রিচার্জে বছরভর আনলিমিটেড কলিং এবং ডেটা, Jio দুটি প্ল্যানে ঝুড়ি ভরে অফার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile