প্রাইম মেম্বাররা সেরা অফার তো পাবেনই সঙ্গে 24 মাস পর্যন্ত তাঁরা no cost EMI -এর সুবিধা পাবেন
40% পর্যন্ত ছাড় আছে 5G ফোনে
Amazon -এর তরফে 5G ফোনের উপর নতুন একটি সেল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ভারতে 5G পরিষেবা শুরু হয়ে গিয়েছে, ফলে বেড়েছে 5G ফোনের চাহিদা। এখন এই E-commerce সাইটে 40% ছাড় পাওয়া যাচ্ছে 5G ফোনে।
যাঁরা প্রাইম মেম্বার তাঁরা সেরা অফার পাবেন 5G ফোনে, সঙ্গে 24 মাসের জন্য no cost EMI -এর সুবিধা পাবেন। এটা Advantage Just for Prime Store -এর অন্তর্গত। OnePlus, IQOO, Samsung, Realme, সহ একগুচ্ছ ব্র্যান্ডের ফোনে এই ছাড় পাওয়া যাচ্ছে। 31 মে পর্যন্ত এই ছাড় পাবেন গ্রাহকরা।
দেখুন Amazon এ কোন কোন ফোনে ছাড় আছে –
1. IQOO 11 5G- এই ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে। এখানে 2K E6 AMOLED ডিসপ্লে সহ ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন। এটা এখন 54,999 টাকায় কেনা যাবে, সঙ্গে এক্সচেঞ্জ করলে 35,000 টাকার ছাড় পাবেন।
9 মাসের জন্য no cost EMI -এর সুবিধা পাবেন গ্রাহকরা। সেরা ডিল এখানে।
2. IQOO Neo 6 5G- এখানে আছে Snapdragon 870 5G প্রসেসর সহ 120 Hz রিফ্রেশ রেট যুক্ত AMOLED ডিসপ্লে। এটি এখন 24,999 টাকায় কেনা যাবে। এক্সচেঞ্জ করলে 23,300 টাকার ছাড় পাবেন। সেরা ডিল এখানে।
3. Redmi Note 12 5G- এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট সহ সুপার AMOLED ডিসপ্লে আছে। Snapdragon 4 Gen 1 প্রসেসর আছে এখানে। এটির দাম এখন 16,999 টাকা রাখা হয়েছে। সঙ্গে এক্সচেঞ্জ করলে মিলবে 16,000 টাকার ছাড়। সেরা ডিল এখানে।
4. Xiaomi 13 Pro- এই ফোনে আছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। এখানে 2K 120 Hz রিফ্রেশ রেট সহ E6 AMOLED ডিসপ্লে আছে। আছে ফাটাফাটি একটি ক্যামেরা।
এই সেলে ফোনটির দাম রাখা হয়েছে 79,999 টাকা। এক্সচেঞ্জ অফার মিলবে 38,000 টাকার ছাড়। সেরা ডিল এখানে।
5. OnePlus 10 Pro 5G- এই ফোনে একটি দুর্দান্ত ক্যামেরা আছে। বড় ডিসপ্লে সহ শক্তিশালী প্রসেসর এবং লং লাস্টিং ব্যাটারি পাবেন গ্রাহকরা এখানে। এই সেলে ফোনটির দাম রাখা হয়েছে 55,499 টাকা।
একাধিক ব্যাংকের অফার আছে এই ফোনে। 9 মাসের জন্য no cost EMI -এর সুবিধা পাবেন। সেরা ডিল এখানে।
আপনার যদি 5G স্মার্টফোন কেনার ইচ্ছে থাকে তাহলে এই সুযোগ হাতছাড়া করা ঠিক নয়। Amazon -এর এই সেলে বিভিন্ন রেঞ্জের 5G ফোনেই ছাড় মিলছে। তাহলে আর অপেক্ষা কেন?
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.