108MP Camera Poco X6 Neo 5G Phone under Rs 10000 get massive price drop
দুর্দান্ত ফিচার সহ সস্তা ফোন কিনতে চান তবে Amazon আপনাকে সুযোগ দিচ্ছে। অ্যামাজন লিমিটেড টাইম ডিলে 108MP ক্যামেরা সহ পোকো এর সবচেয়ে পাতলা ফোন লঞ্চ প্রাইস থেকে 5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। বাজেট দামে POCO X6 Neo 5G একটি ভাল বিকল্প হতে পারে আপনার জন্য। আসুন জেনে নেওয়া যাক পোকো এক্স6 নিও 5জি ফোনে কী অফার পাওয়া যাবে।
অ্যামাজন সাইটে পোকো এক্স6 নিও 5জি ফোনটি 11,999 টাকায় লিস্ট করা। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে বলে দি যে পোকো ফোনটি 15,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। যার মানে অ্যামাজনে এই ফোনটি 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: Airtel এর 365 দিনের ভ্যালিডিটি সহ সেরা প্ল্যান, কম খরচে পুরো 1 বছর বার-বার রিচার্জ থেকে মুক্তি
শুধু তাই নয়, গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে এতে 1000 টাকার ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে 10,999 টাকা হয় যাবে।
কোম্পানি গ্রাহকদের তার পুরনো ফোনে 11,300 টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
এই ফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া। প্রসেসর হিসেবে এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট। ফোনে ফিজিকাল 8GB RAM এবং 12GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে, যার মানে এতে মোট 20জিবি RAM দেওয়া হয়।
ফটোগ্রাফির ক্ষেত্রে পোকো ফোনে রয়েছে 108MP প্রাইমারি সেন্সর, 2MP সেকেন্ডারি সেন্সর। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে 5000mAh এর বড় ব্যাটারি পাওয়া যাবে ফোনে।
আরও পড়ুন: 20 মার্চ ভারতে লঞ্চ হচ্ছে OPPO F29 Series, 6500mAh বড় ব্যাটারি সহ আর কী থাকবে স্পেসিফিকেশন