Amazon -এ শুরু হয়ে গেল Amazon Great Republic Day Sale। এই সেলটি আজ, অর্থাৎ 14 জানুয়ারি থেকে শুরু হল প্রাইম মেম্বারদের জন্য। বাকি সকলের জন্য এই আগামীকাল, 15 জানুয়ারি থেকে শুরু হবে এই সেল। দেশের প্রজাতন্ত্র দিবসের আগেই এই সেল উদযাপন করবে দেশের এই বিখ্যাত E-commerce সাইট। আগামী 20 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে। আপনি যদি এখন স্মার্টফোন থেকে ল্যাপটপ, ট্যাবলেট কিনতে চান এটাই কিন্তু দারুন সুযোগ। Amazon -এর এই সেলে একাধিক প্রোডাক্টের উপর মিলছে দুর্দান্ত ছাড়। বিভিন্ন স্মার্টফোনের উপর এই সেলে 40% ছাড় ঘোষণা করা হয়েছে।
এছাড়া আপনি যদি SBI -এর গ্রাহক হন আর আপনি এই সেলে SBI -এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন তাহলে আপনি 10% পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। এছাড়া এক্সচেঞ্জ অফার তো আছেই। আসুন দেখে নেওয়া যাক এই সেলে কোন কোন ফোনের উপর মিলছে দারুন ছাড়।
আপনার যদি বহুদিনের ইচ্ছে থাকে iPhone কেনার তাহলে এটাই সুযোগ সেই ইচ্ছেপূরণ করার। কারণ এমনিতেই Apple -এর অন্যতম বিক্রি হওয়া এবং চাহিদা সম্পন্ন ফোন হল iPhone 13। আর এখন এই E-commerce সাইটে ফোনটির উপর দারুন ছাড় মিলছে। এই ফোনের 128GB ভ্যারিয়েন্টটি গ্রাহকরা এখন 58,900 টাকায় কিনতে পারবেন যেখানে এই ফোনের আসল দাম 79,900 টাকা। এক্সচেঞ্জ অফারে কিনলে এই ফোনের উপর 22,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া No Cost EMI -এর সুবিধা তো আছেই Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের উপর। SBI -এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে প্রাইম মেম্বাররা 750 টাকার ছাড় পাবেন non EMI transaction -এ, আর 1,250 টাকার ছাড় পাবেন EMI transaction -এ। এই ফোনে আছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা ডিসপ্লে এবং এটি A15 Bionic প্রসেসরের সাহায্যে পরিচালিত হয়। 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। পাঁচটি রঙে উপলব্ধ আছে এই ফোন। এখান থেকে কিনুন
আপনি যদি OnePlus কোম্পানির কোনও Flagship ফোন কিনতে চান, তাহলে আপনি এই ফোনটিকে কিনতে পারেন। বর্তমানে Amazon Great Republic Day Sale-এ দারুন ছাড় মিলছে এই ফোনে। এই ফোনটির আসল দাম 71,999 টাকা। কিন্তু এখন এই ফোনটি মিলছে 66,999 টাকায়। এক্সচেঞ্জ অফারে কিনলে এই ফোনের উপর 22,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া No Cost EMI এর সুবিধা তো আছেই Axis Bank, Citibank, HDFC Bank, ICICI Bank -এর ক্রেডিট কার্ডের উপর। এছাড়া কেউ যদি SBI কার্ড ব্যবহার করে EMI transaction করেন তাহলে তিনি পাবেন 4,750 টাকার ছাড়, আর EMI transaction ছাড়া যদি কেনেন এই ফোন তাহলে তিনি পাবেন 5,250 টাকার ছাড়। SBI এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে প্রাইম মেম্বাররা 750 টাকার ছাড় পাবেন non EMI transaction -এ, আর 1,250 টাকার ছাড় পাবেন EMI transaction -এ। এই ফোনে গ্রাহকরা পাবেন 6.7 ইঞ্চির একটি Quad HD+ AMOLED ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে থাকবে 120 HZ রিফ্রেশ রেট। 12GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে একটি। এখান থেকে কিনুন
আপনি যদি বাজেট ফ্রেন্ডলি কোনও ফোন কিনতে চান তাহলে আপনি এই ফোনটিকে দেখতে পারেন। এটার আসল দাম 8,999 টাকা। কিন্তু আপনি এই সেলে ফোনটি মাত্র 5,999 টাকায় পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারে এই ফোনের উপর 5,650bটাকার ছাড় পেতে পারেন। SBI এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে প্রাইম মেম্বাররা 750 টাকার ছাড় পাবেন non EMI transaction এ, আর 1,250 টাকার ছাড় পাবেন EMI transaction এ। এই ফোনে আছে 6.52 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। MediaTek Helio A22 প্রসেসরের সাহায্যে এটি চলবে। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। এখান থেকে কিনুন
আপনি যদি কোনও মিড রেঞ্জের স্মার্টফোন কিনতে চান তাহলে এটা আপনার একটা অপশন হতে পারে। এই ফোনটির আসল দাম 24,999 টাকা। কিন্তু এই সেলে ফোনটির মাত্র 15,999 টাকাতেই পাওয়া যাবে। এই ফোনটি কেউ এক্সচেঞ্জ অফারে কিন্তু তিনি এটির উপর 15,100 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। SBI এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে প্রাইম মেম্বাররা 1750 টাকার ছাড় পাবেন non EMI transaction এ, আর 1,250 টাকার ছাড় পাবেন EMI transaction এ। Amazon ICICI ক্রেডিট কার্ডে মিলবে No Cost EMI transaction -এর সুবিধা। এই ফোনে আছে 6.6 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে। Exynos 1280 প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হবে। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে। 25W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি আছে এই ফোনে। এখান থেকে কিনুন
এই ফোনটির আসল দাম 28,999 টাকা। কিন্তু এখন এক সেলে এটি 27,499 টাকায় পাওয়া যাচ্ছে। SBI এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে প্রাইম মেম্বাররা 750 টাকার ছাড় পাবেন non EMI transaction -এ, আর 1,250 টাকার ছাড় পাবেন EMI transaction -এ। থাকছে No Cost EMI -এর সুবিধাও। এই ফোনে আছে 90 HZ রিফ্রেশ রেট সহ 6.43 ইঞ্চির Full HD+ ডিসপ্লে। MediaTek Dimensity 1300 প্রসেসর রয়েছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। সঙ্গে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি আছে এই ফোনে। এখান থেকে কিনুন
আপনি যদি ভালো ক্যামেরা যুক্ত ফোন কিনতে চান এটা আপনার একটি অপশন হতে পারে। এই ফোনটির আসল দাম 79,999 টাকা হলেও আপনি এখন এটি সেলে মাত্র 54,999 টাকায় পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারে কিনলে আপনি ফোনটির উপর 29,000 টাকার ছাড় পেতে পারেন। সঙ্গে যে কোনও ব্যাংকের কার্ড ব্যবহার করে কিনলে 7,000 টাকা ছাড় পাবেন। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 2,250 টাকার ছাড় পাবেন। SBI -এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে প্রাইম মেম্বাররা 750 টাকার ছাড় পাবেন non EMI transaction -এ, আর 1,250 টাকার ছাড় পাবেন EMI transaction -এ। এছাড়া No Cost EMI এর সুবিধা তো আছেই Axis Bank, Citibank, HDFC Bank, ICICI Bank -এর ক্রেডিট কার্ডের উপর। এই ফোনে আছে 120 HZ রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। সঙ্গে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4600 mAh ব্যাটারি আছে এই ফোনে। এখান থেকে কিনুন