digit zero1 awards

Amazon Great Indian Festival সেলের দ্বিতীয় দিনে আজকে এই স্মার্টফোন গুলি আরুন অফারে কেনা যাবে

Amazon Great Indian  Festival  সেলের দ্বিতীয় দিনে আজকে এই স্মার্টফোন গুলি আরুন অফারে কেনা যাবে
HIGHLIGHTS

আজকে অ্যামাজনের এই দ্বিতীয় দিনের সেলে আপনারা দারুন সব স্মার্টফোন অনেক কম দামে কিনতে পারবেন

আমরা জানি যে এই সেল আগামী 15 তারিখ পর্যন্ত অ্যামাজনে চলবে। আর তাই যদি আপনারা কাল এই সেলে অংশগ্রহণ না করতে পারেন তবে আজকে এই সেলের সুযোগে দারুন সব স্মার্টফোন নিজের করতে পারবেন।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলের সেরা অফার

আজকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলের দ্বিতীয় দিনে আপনারা দারুন সব দারুন দারুন স্মার্টফোনের ওপর অ্যামাজনে দারুন অফার পাবেন। আর আজকের এই সেলে আপনারা মোটো থেকে শুরু করে ওপ্পো রিয়েল মি সব ধরনের ফোন কিনতে পারবেন। আর এর সঙ্গে আমাদের আপনাদের বাকি পছন্দও এখানে ক্লিক করে জানান।

Moto G5s Plus

এই 16,999 টাকার মোবাইল ফোনটি আপনারা আজকের এই সেলে 41% ডিস্কাউন্টের সঙ্গে মাত্র 9,999 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।

RealMe 1 

এই রিয়েলমি স্মার্টফোনটি আপনারা আজকে 12,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 14,990 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।

Lenovo K8 Note

আজকে এই লেনোভোর ফোনটি আপনারা 9,374 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম 14,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Redmi 6 Pro

এই রেডমি ডিভাইসটি আজকের সেলে 12,999 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 13,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Honor 7X 

এই হনারের ফোনটি আপনারা আজকের সেলে 9,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 13,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

InFocus Vision 3

আজকে এই ফোনটি অ্যামাজনের ডিলে আপনারা মাত্র 6,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 7,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Honor 7C

আজকে এই হনারের ফোনটি আপনারা এখানে 8,999 টাকায় কিনতে পারবেন আর এর আসল দাম সাইটে 12,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Honor Play

আজকে এই ফোনটি আপনারা 21,999 টাকার বদলে 18,999 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

LG Q7

আজকে এই LG ফোনটি আপনারা 15,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 17,000 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Nokia 6.1

এই নোকিয়া ফোনটি আজকের সেলে মাত্র 13,999 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 20,095 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Huawei Nova 3i

এই ফোনটি আপনারা আজকে 17,990 টাকায় কিনতে পারবেন আর এর আসল দাম সাইটে 23,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Mi A2 

আজকে এই Mi ফোনটি আপনারা মাত্র 14,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 17,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে, সাইটে দামের আর অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo