AMAZON GREAT INDIAN SALE আজ দুপুর 12 টা থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হচ্ছে

Updated on 18-Jan-2020
HIGHLIGHTS

আজ দুপুর 12টায় সেই সেল প্রাইম মেম্বারদের জন্য শুরু হচ্ছে

19-22 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে

SBI কার্ড ব্যাবহার করলে 10% ইন্সট্যান্ট ক্যাশব্যাকের সুযোগ আছে

 অ্যামাজনে আজ থেকে শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ায়ন সেল। আজ দুপুর 12 টা থেকে এই সেল শুরু হবে অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য। আর আগামী কাল মানে 19 তারিখ থেকে এই সেল শুরু হবে সবার জন্য চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত। এর আগেই আমরা আপনাদের এই সেলের বিষয়ে জানিয়েছিলাম।

এই অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে আপনারা কেনাকাটার সময়ে যদি SBI কার্ডের কেনাকাটা করেন তবে পাবেন 10% য়ের ইন্সট্যান্ট ডিস্কাউন্ট। আবার আপনারা অ্যামাজন পে ব্যাবহার করলেও থাকছে দারুন ক্যাশব্যাক অফার( শর্ত সাপেক্ষে)।

আর আজকে এই সেলের প্রথম দিনে মানে প্রাইম মেম্বারদের জন্য দুপুর 12 টা থেকে শুরু হওয়া এই সেলের প্রথম দিনে আপনাদের জন্য আমরা দারুন সব স্মার্টফোনের ডিল নিয়ে এসেছি। তবে আর দেরি না করে আসুন সেই সব ডিল গুলির থেকে কিছু বাছাই করা ডিল দেখে নেওয়া যাক।

OnePlus 7T

আপনারা আজকে ওয়ানপ্লাসের এই 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটি এখানে সেলে 34,999 টাকায় কিনতে পারবেন। সাইটে এর আসল দাম 37,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনের নো কস্ট EMI শুরু হচ্চছে 5833 টাকা হিসাবে। আর এর সঙ্গে আছে 10% ইন্সট্যান্ট ক্যাশব্যাক SBI কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে। এখান থেকে কিনুন।

OnePlus 7T Pro

এই সুপার AMOLED ডিসপ্লে যুক্ত ফোনটি আপনারা যদি এখানে আজকে কেনেন তবে ডিলে এটি আপনারা 53999 টাকায় কিনতে পারবেন। এই ফোনে আছে ফোন এক্সচেঞ্জের সুযোগও সেখানে এক্সচেঞ্জে আপনারা 2000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনটী 4000 টাকা প্রতিমাসের হিসাবে নো কস্ট EMI তেও কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Redmi Note 8

এই রেডমি ফোনটি আপনারা এখানে মাত্র 9999 টাকায় কিনতে পারবনে, এই ফোনের আসল দাম 12,999 টাকা বলা হয়েছে। এই ফোনে কোন এক্সচেঞ্জ অফার বা নো কস্ট EMI য়ের সুযোগ নেই। আর এই ফোনে অবশ্য এর সঙ্গে SBI কার্ডের মাধ্যমে কেনার যে 10% ইন্সট্যান্ট ডিস্কাউন্ট সুযোগ তাও নেই। এটি এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। এখান থেকে কিনুন।

Redmi Note 8 Pro

আপনারা এই রেডমি নোট 8 প্রো ফোনটি এখানে মাত্র 13,999 টাকায় এর 6GB র‍্যাম আর 64GB স্টোরেজে কিনতে পারবেন। এর আসল দাম 16,999 টাকা বলা হয়েছে। এই ফোনে 2167 টাকার নো কস্ট EMI শুরু হচ্ছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা অ্যামাজন পের মাধ্যমে কিনলে 500 টাকা পাবেন। এর সঙ্গে অবশ্যই আছে SBI য়ের কার্ডের কেনাকাটার অফারটি। এখান থেকে কিনুন।

Samsung Galaxy M30s

এই স্যামসাং ফোনটি আপনারা এহানে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজে কিনতে পারবেন। এই ফোনটির আসল দাম 15500 টাকার বদলে 12999 টাকায় কেনা যাবে। এই ফোনের নো কস্ট EMI শুরু হচ্ছে 2167 টাকা থেকে। এখান থেকে কিনুন।

Xiaomi Mi A3

Xiaomi Mi A3 ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরজে 11,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম 14,999 টাকা বলা হয়েছে। ফোনে কোন নো কস্ট EMI অপশান না থাকলেও, এই ফোনটি আপনারা 1000 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। এখান থেকে কিনুন।

iPhone XR

আইফোনের এই মডেলটি আপনারা এর আসল দাম 49,900 টাকার বদলে এই সেলে 42,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনের নো কস্ট EMI শুরু হচ্ছে প্রতি মাসে 1433 টাকা থেকে। আর এই ফোনে 1500 টাকার ফোন এক্সচেঞ্জের অফারও পেতে পারেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন ঐ সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Connect On :