আজ দুপুর 12টা থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল শুরু হচ্ছে, আজকের এই সেল অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য, আগামী কাল থেকে সবার জন্য এই সেলের শুরু হয়ে যাবে
আমরা এতদিন আপনাদের যে সেলের কথা বলেছি সেই সেল মানে অ্যামাজনের “গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল” সেল আজ দুপুর 12টা থেকে শুরু হচ্ছে। আর এই সেল মানে আজকের এই সেল অ্যামাজন প্রাইমমেম্বারদের জন্য শুরু হচ্ছে। আর সবার জন্য এই সেল আগামী কাল মানে 10 তারিখ থেকে শুরু হবে আর চলবে 15 তারিখ পর্যন্ত। আর সেল সুরুর একদিন আগে এই সেল অ্যামাজনের প্রাইমমেম্বারদের জন্য আজ থেকে শুরু হয়েছে।
আসুন তবে দেখা যাক আজকের এই সেলে অ্যামাজন কী কী অফার করছে।
আপনারা যদি আইফোনের X সিরিজের 64GB মডেলটি এই সেলে কিনতে চান তবে আজকে এই ফোনটি 21,901 টাকার ডিস্কাউন্টে কিনতে পারবেন। আর এর সঙ্গে এর ওপরে SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যাবহার করলে আপনারা 10% এক্সট্রা ডিস্কাউন্ট পাবেন।
আপনারা যদি কোন পুরনো টিভিকে স্মার্টটিভিতে বদলাতে চান তবে এটি সেই জন্য সেরা। আর এটি আপনারা HDMI কেবেলের মাধ্যমজে কন্ট্যাক্ট করে অনালাইন গেমিং স্ট্রিমও করতে পারবেন।