অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবাল সেলঃ এই স্মার্টফোন গুলিতে স্পেশাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবাল সেলঃ এই স্মার্টফোন গুলিতে স্পেশাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবাল সেলে Nokia 6, Lenovo K8 Note, Redmi 4 আর Moto G5s Plus এর মতন বেশ কিছু স্মার্টফোনে ডিস্কাউন্ট দিচ্ছে

আরও একবার অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবাল সেল করছে। এই সেল সবে শুরু হয়েছে আর তা 8 অক্টোবর অব্দি চলবে। আজকের এই সেলে বেশ কিছু স্মার্টফোনে ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আমরা এখানে আওনাদের এরকম কিছু ভাল সেল অফারের লিস্ট দিচ্ছি।

 

Nokia 6 স্মার্টফোনের ওপর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবাল সেলে ডিস্কাউন্ট রেট পাওয়া যাচ্ছে। এই ফোনটি Rs.14,999 তে অ্যামাজন থেকে কিনতে পারবেন। এর আসল দাম অবশ্য 17199টাকা। আর এর সঙ্গে এই ফোনটি EMI অপশানেও কিনতে পাওয়া যাবে। তাই আপনি আজ এই ফোনটি কিনতে চিয়ালে তা কেনার একটি ভাল সুযোগ এসেছে। এখান থেকে কিনুন।

 

10.orG স্মার্টফোনের 4GB র‍্যাম যুক্ত স্মার্টফোনটি এই সেলে ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে এর আসল দাম 13,999 টাকা তবে এটি আজকের সেলে 12,999 টাকায় আপনার হতে পারে। এর ওপরেও EMI পাওয়া যাচ্ছে। এছাড়া এটি এক্সচেঞ্জ অফারে 1000 টাকার বেশি ডিস্কাউন্ট ও পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

 

Lenovo K8 Note এই স্মার্টফোনটি 4GB র‍্যাম যুক্ত আর এটি আজকের সেলে ডিস্কাউন্টের সঙ্গে 11,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। তবে এর আসল দাম 13,999 টাকা। মানে এই ফোনটির ওপর প্রায় 2000 টাকার ডিস্কাউন্টও পাওয়া যাচ্ছে। এই ফোনটিও EMI তে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Rredmi 4 স্মার্টফোনটিও আজকের সেলে আপনি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পারবেন। এই ফোনটির দাম অ্যামাজনে 10,999 তে কিনতে পাওয়া যাচ্ছে। আর ডিস্কাউন্টের পরে এটি আপনি 9,499 টাকায় কিনতে পারবেন। এটিও আপনি EMI তে কিনতে পারবেন। এছাড়া এক্সচেঞ্জ অফারে এর ওপর 500 টাকার এক্সট্রা ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

One Plus 5 এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিও আপনি আজকের সেলে কিনতে পারবেন। এই ফোনের  64GB ভেরিয়েন্টটি এই সেলে EMI আর এক্সচেঞ্জ অফারে কিনতে পারবেন। ফোনটির দাম 32,999 টাকা। আপনি আজকের অফারে এই ফোনটিতে 3000 টাকার ডিস্কাউন্ট পাবেন। এখান থেকে কিনুন।

Moto G5S Plus এই স্মার্টফোনটি আপনি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবাল সেলে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পারবেন। অ্যামাজনে এর আসল দাম 16,999 টাকা বলা হয়েছে, যেখানে এর ডিল প্রাইস 15,999 টাকা। এর সঙ্গে এই ফোনটি আপনি কস্ট EMI অপশানে কিনতে পারবেন। এছাড়া এর ওপর এক্সচেঞ্জ অফারে 1000 টাকার এক্সট্রা ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

LG Q6 স্মার্টফোনটি সেলে ডিস্কাউন্ট রেটে কিনতে পাওয়া যাচ্ছে। অ্যামাজনে এর আসল দাম 16,990 টাকা দেখানো হয়েছে, যেখানে এর ডিল প্রাইস 12,990 টাকা। এর সঙ্গে এটি কস্ট EMI অপশানেও পাওয়া যাচ্ছে এছাড়া এর ওপর এক্সচেঞ্জ অফারে 2500 টাকার এক্সট্রা ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy j7 prime, 16GB’র স্টোরেজ যুক্ত এই স্মার্টফোনটি ও অ্যামাজনের এই সেলে কিনতে পাওয়া যাচ্ছে। আপনি একে 10,590 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম অবশ্য 16,900 টাকা। এছাড়া এই স্মার্টফোনটি কস্ট EMI অপশানে ও পাবেন। এখান থেকে কিনুন। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo