লেটেস্ট লঞ্চ হওয়া এই স্মার্টফোন গুলির ওপর আজ অ্যামাজন অফার দিচ্ছে

Updated on 04-Oct-2017
HIGHLIGHTS

আজ এই সেলে সেই সব স্মার্টফোনের খবর দেওয়া হচ্ছে যা সম্প্রতি লঞ্চ হয়েছে, এর মধ্যে কিছু স্মার্টফোনে অ্যামাজন ক্যাশব্যাক অফার করছে

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে সম্প্রতি লঞ্চ হওয়া স্মার্টফোনও আছে। আপনি যদি লেটেস্ট স্মার্টফোন কিনতে চান তবে এই সেলের সুযোগ ওঠাতে পারেন। এই লিস্টে আমরা সেই স্মার্টফোন গুলির খবর দিচ্ছি যা সম্প্রতি লঞ্চ হয়েছে। আসুন তবে একবার এই লিস্টটি দেখে নেওয়া যাক।

  • 10.or G স্মার্টফোনটির ডিল প্রাইস 12,999 টাকা কিন্তু 10% ক্যাশব্যাক অফারের সঙ্গে এই ফোনটি আপনি 11699 টাকা দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
  • 10.or E স্মার্টফোনটির ডিল প্রাইস 8,999 টাকা কিন্তু এটি 10% ক্যাশব্যাকের পরে আপনি 8099 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
  • Kult Gladiator স্মার্টফোনটি 6,999 টাকা দামে কেনা যেতে পারে এই ফোনটির সেল 8 অক্টোবর থেকে শুরু হবে। এখান থেকে কিনুন।
  • iPhone 8 এর  64 GB ভেরিয়েন্টেটি গ্রে কালার অপশানে 63,896 টাকায় কেনা যাচ্ছে। এখান থেকে কিনুন।
  • InFocus Turbo 5 Plus স্মার্টফোনটির ডিল প্রাইস 8499 টাকা যার ওপর 10% এর ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আপনি এটি 7649 দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
  • ইনফোকাস স্ন্যাপ 4 এর ডিল প্রাইস 11999 টাকা কিন্তু 10% ক্যাশব্যাকের পরে আপনি এটি 10799 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
  • iPhone 8 প্লাস 72,979 টাকায় পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Connect On :