Home » News » Mobile Phones » Amazon এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে আজকে এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
Amazon এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে আজকে এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 06-Oct-2017
HIGHLIGHTS
এই লিস্টে মোটো, রেডমি, 10.or, লেনোভো আর স্যামসং ইত্যাদি ব্র্যান্ডের নাম আছে
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল আরও একবার এসে গেছে আপনাদের জন্য কিছু মন কারা প্রোডাক্টের সেল নিয়ে। এই ফেস্টীভাল সেল 4 অক্টোবর থেকে 8 অক্টোবর অব্দি চলবে। আর এই সেলে আজকে বেশ কিছু স্মার্টফোনের ওপর বেশ কিছু ছাসস্র পাওয়া যাচ্ছে। আপনাদের যদি এই স্মার্টফোন গুলির মধ্যে কোনটি পছন্দ হয় তবে আপনি তা এখান থেকে কিনতে পারেন।
- Moto G5s Plus (Lunar Grey, 64GB), মোটোর এই স্মার্টফোনটির দাম Rs 16,999 থেকে কমে Rs 15,999 করা হয়েছে। এই ডিলে এক্সচেঞ্জ অফারের ওপর Rs. 1000 এর ছাড় পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে এই ফোনটি আপনি প্রতি মাসে Rs 5333 দিয়ে EMI তে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
- 10.or G (Beyond Black,4GB) এই স্মার্টফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টের দাম Rs 13,999 থেকে কমে Rs 12,999 করা হয়েছে। এই ফোনটি এক্সচেঞ্জ অফারে Rs. 2000’র ছাড়ে পাওয়া যাচ্ছে। আর এই স্মার্টফোনটি Rs 2167 প্রতিমাসের EMI তে কিনতে পারা যাচ্ছে। এখান থেকে কিনুন।
- Lenovo K8 Note (Venom Black, 4GB), লেনোভো ব্র্যন্ডের এই 4GB র্যাম ভেরিয়েন্টটির দাম Rs 13,999 থেকে কমে Rs 11,999 রাখা হয়েছে। এই ডিভাইসটি প্রতিমাসে Rs 3999র কস্ট EMIতে কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।
- Redmi 4 (Black, 64GB), রেডমি 4 এর 64GB ভেরিনেটটির দাম Rs 10,999 থেকে কমে Rs 9,499 হয়েছে। এটি এক্সচেঞ্জ অফারে Rs. 500 ছাড়ে পাওয়া যাচ্ছে। আর এই ডিভাইসটি প্রতিমাসে Rs 1055 তে কস্ট EMI তে কিনতে পারা যাচ্ছে। এখান থেকে কিনুন।
- Samsung Galaxy A7 2017 (Black Sky, 3GB/32GB), স্যামসং এর এই স্মার্টফোনটির দাম 27,700 থেকে কমে 20,990 করা হয়েছে। আর এর সঙ্গে আপনি অন টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারেও এটি কিনতে পারবেন। আপনি এই স্মার্টফোনটি প্রতিমাসে Rs 1749 EMI তে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।