Amazon Great Indian Festival 2024 সেলের ঘোষনা, 10000 টাকার কমে কেনা যাবে স্মার্টফোন এবং স্মার্ট টিভি, জানুন কবে থেকে শুরু

Updated on 17-Sep-2024
HIGHLIGHTS

Amazon Great Indian Festival 2024 Sale এর তারিখের ঘোষনা করে দেওয়া হয়েছে

আপকামিং অ্যামাজন সেল চলতি মাসে 27 সেপ্টেম্বর রাত 12টায় শুরু হবে

অ্যামাজন এর সবচেয়ে বড় সেলে মাত্র 8999 টাকার শুরু দামে Smartphone এবং 6999 টাকার শুরুর দামে নতুন Smart TV কেনা যাবে

Amazon Great Indian Festival 2024 Sale এর তারিখের ঘোষনা করে দেওয়া হয়েছে। আপকামিং অ্যামাজন সেল চলতি মাসে 27 সেপ্টেম্বর রাত 12টায় শুরু হবে। অ্যামাজন এর আপকামিং গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে ইলেকট্রনিক প্রোডাক্টে দুর্দান্ত ডিসকাউন্ট দেওয়া হবে। সেলে প্রাইমমেম্বরা এক দিন আগে এক্সেস পাবেন।

Amazon Great Indian Festival সেলে থাকবে 10 শতাংশ পর্যন্ত ছাড়

গ্রাহকরা SBI ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পাবেন। প্রাইম মেম্বররা Amazon Pay ICICI ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পেতে পারেন।

আরও পড়ুন: 12GB RAM এবং 32MP Sony সেলফি ক্যামেরা সহ নতুন Realme 5G ফোনে 3000 টাকার ছাড়, আজ আর্লী বর্ড সেল

8999 টাকা থেকে শুরু হবে Smartphone এর দাম

অ্যামাজন এর সবচেয়ে বড় সেলে মোবাইল এবং এসেসরিজে গ্রাহকরা 40 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। সেলে মাত্র 8999 টাকার শুরুর দামে নতুন স্মার্টফোন কেনা যাবে। এছাড়া মোবাইলে এসেসরিজের দাম মাত্র 89 টাকা থেকে শুরু হবে বলে জানা গেছে।

ই-কমার্স সাইট টিজার অনুযায়ী, সেল চলাকালীন OnePlus 12R, Samsung Galaxy M35 5G, Redmi 13C, Oneplus Nord CE 4 Lite, Samsung Galaxy Ultra, Xiaomi 14 Civi, iQOO Z9s, OnePlus 11R, Galaxy S23 Ultra, Galaxy A55, poco X6 Neo 5G এবং Motorola Razr Ultra মতো স্মার্টফোনে অফার দেওয়া হবে।

মাত্র 6999 টাকার শুরুর দামে কেনা যাবে Smart TV

ফেস্টিভ সিজনে নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন, তবে এটাই সুযোগ। সেলে 6999 টাকার শুরুর দামে বড় ব্র্যান্ডের স্মার্ট টিভি কেনা যাবে। সেলে Sony, Samsung, Xiaomi টিভিতে দেদার ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: 50MP সেলফি এবং 108MP রিয়ার ক্যামেরা সহ ভারতে HMD Skyline লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :